League 1: মেসি-এমবাপের গোলে পিএসজির জয়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 23, 2022 | 12:52 PM

লিগ ওয়ানের লিগ টেবলের শীর্ষে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেরা। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজাকিওর ঘরের মাঠে ৩-০ গোলে জিতল পিএসজি।

1 / 5
লিগ ওয়ানের (League 1) লিগ টেবলের শীর্ষে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেরা। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজাকিওর (AC Ajaccio) ঘরের মাঠে ৩-০ গোলে জিতল পিএসজি (PSG)। (ছবি-পিএসজি টুইটার)

লিগ ওয়ানের (League 1) লিগ টেবলের শীর্ষে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেরা। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজাকিওর (AC Ajaccio) ঘরের মাঠে ৩-০ গোলে জিতল পিএসজি (PSG)। (ছবি-পিএসজি টুইটার)

2 / 5
আজাকিওর বিরুদ্ধে জোড়া গোল করেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ম্যাচের ২৪ মিনিটের মাথায় লিওনেল মেসির (Lionel Messi) পাস থেকে প্রথম গোল করে পিএজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। (ছবি-পিএসজি টুইটার)

আজাকিওর বিরুদ্ধে জোড়া গোল করেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ম্যাচের ২৪ মিনিটের মাথায় লিওনেল মেসির (Lionel Messi) পাস থেকে প্রথম গোল করে পিএজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। (ছবি-পিএসজি টুইটার)

3 / 5
৭৮ মিনিটের মাথায় এমবারের সহায়তার গোল করে পিএসজির হয়ে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। (ছবি-পিএসজি)

৭৮ মিনিটের মাথায় এমবারের সহায়তার গোল করে পিএসজির হয়ে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। (ছবি-পিএসজি)

4 / 5
ম্যাচের ৮২ মিনিটের মাথায় এমবাপের দ্বিতীয় গোলে ম্যাচের স্কোরলাইন হয় ৩-০। (ছবি-পিএসজি টুইটার)

ম্যাচের ৮২ মিনিটের মাথায় এমবাপের দ্বিতীয় গোলে ম্যাচের স্কোরলাইন হয় ৩-০। (ছবি-পিএসজি টুইটার)

5 / 5
এই জয়ের ফলে লিগ ওয়ানে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)

এই জয়ের ফলে লিগ ওয়ানে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)

Next Photo Gallery