Bangla News Photo gallery Lionel Messi's Three children, Olivier Giroud, Kevin de Bruyne's children are seen on Qatar World Cup stadiums
FIFA World Cup 2022: মাঠের বাইরে জীবনের সেরা ট্রফি!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 16, 2022 | 5:00 PM
কাতার বিশ্বকাপের ফাইনাল হতে বাকি মাত্র আর একটা দিন। রবিবার লুসেইল স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের কাপ দখলের শেষ লড়াই। বাবার ম্যাচ দেখতে বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত হয়েছে কখনও বা মাতেও, থিয়াগো, সিরোরা। কখনও আবার ম্যাচের শেষে বাবার কোলেই খেলায় মজেছে ব্রোজোভিচের ফুটফুটে একরত্তি।
1 / 5
কাতার বিশ্বকাপের ফাইন ফ্রান্সের সিনিয়র তারকা ফুটবলার অলিভিয়ের জিরোর (Olivier Giroud) চার সন্তান রয়েছে। তাদের নাম আরিয়া জিরো, এভান জিরো, জেড জিরো ও অ্যারন জিরো। বাবার ম্যাচ দেখতে মায়ের সঙ্গে গ্যালারিতে হাজির হয় এই খুদেরা। সোশ্যাল মিডিয়ার মতে, রবিরাতের মেগা ফাইনাল ম্যাচেও বাবার খেলা দেখতে হাজির হবে এই খুদেরা। (ছবি-ফিফা বিশ্বকাপ টুইটার)
2 / 5
এ বারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম। গ্রুপ-এফ-এ মরক্কো, ক্রোয়েশিয়া ও কানাডার সঙ্গে ছিল বেলজিয়াম। রেডসদের অধিনায়ক কেভিন ডি ব্রুইনের (Kevin De Bruyne) তিন সন্তান রয়েছে। তাদের নাম ম্যাসন মিলিয়ান ডি ব্রুইন, সুরি ডি ব্রুইন ও রোমি ডি ব্রুইন। বিশ্বকাপে বেলজিয়ামের ম্যাচের শেষে বাবার কোলে ব্রুইনের সন্তানদের দেখা গিয়েছে। (ছবি-ফিফা বিশ্বকাপ টুইটার)
3 / 5
আগামীকাল, ১৭ ডিসেম্বর রয়েছে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারি দলের ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও মরক্কো। ক্রোট তারকা মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের একমাত্র কন্যাসন্তানের নাম অরোরা ব্রোজোভিচ। ক্রোটদের ম্যাচের শেষে ব্রোজোভিচের কোলে দেখা গিয়েছে ফুটফুটে একরত্তিকে। (ছবি-ফিফা বিশ্বকাপ টুইটার)
4 / 5
চলতি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ দেখতে হাজির ছিল লিওনেল মেসির পরিবার। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির তিন পুত্র মাতেও, থিয়াগো ও সিরোকে দেখা গিয়েছে আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে কাতারের গ্যালারিতে। (ছবি-আন্তোনেলা রোকুজ্জো ইন্সটাগ্রাম)
5 / 5
এ বারের বিশ্বকাপে সেনেগালের ম্যাচের শেষে তাদের অধিনায়ক কালিদু কৌলিবেলির কোলে দেখা গিয়েছে তাঁর সন্তানকে। কালিদুর দুই সন্তান রয়েছে। তাদের নাম সেনি কৌলিবেলি ও নেসা কৌলিবেলি। (ছবি-ফিফা বিশ্বকাপ টুইটার)