AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রোলকে বুড়ো আঙুল, তৃতীয় সন্তান লারার স্তন্যপানের ছবি শেয়ার করলেন লিসা

ট্রোলিংকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের একবার তৃতীয় সন্তানকেও স্তন্যপানের ছবি প্রকাশ্যে আনলেন মডেল-অভিনেত্রী লিসা হেইডন।

| Edited By: | Updated on: Aug 16, 2021 | 12:01 AM
Share
প্রকাশ্যে সন্তানকে স্তন্যপান-- সোশ্যাল মিডিয়ায় জুটেছিল ট্রোলিং। তবে ট্রোলিংকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের একবার তৃতীয় সন্তানকেও স্তন্যপানের ছবি প্রকাশ্যে আনলেন মডেল-অভিনেত্রী লিসা হেইডন।

প্রকাশ্যে সন্তানকে স্তন্যপান-- সোশ্যাল মিডিয়ায় জুটেছিল ট্রোলিং। তবে ট্রোলিংকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের একবার তৃতীয় সন্তানকেও স্তন্যপানের ছবি প্রকাশ্যে আনলেন মডেল-অভিনেত্রী লিসা হেইডন।

1 / 7
তাঁর সন্তানের খাবার এটি, বেঁচে থাকার রসদ। তাই স্তন্যপান করানো নিয়ে তাঁর যে ট্যাবু নিয়ে তা প্রথম দুই সন্তানের ক্ষেত্রেই জানিয়েছিলেন লিসা। কিন্তু কটাক্ষ তাঁর পিছু ছাড়েনি।

তাঁর সন্তানের খাবার এটি, বেঁচে থাকার রসদ। তাই স্তন্যপান করানো নিয়ে তাঁর যে ট্যাবু নিয়ে তা প্রথম দুই সন্তানের ক্ষেত্রেই জানিয়েছিলেন লিসা। কিন্তু কটাক্ষ তাঁর পিছু ছাড়েনি।

2 / 7
সম্প্রতি পালিত হয়েছে ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক। ঠিক তার পরেই মেয়েকে স্তন্যপানের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ফাঁস করলেন মেয়ের নামও। লিসা মেয়ের নাম রেখেছেন লারা।

সম্প্রতি পালিত হয়েছে ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক। ঠিক তার পরেই মেয়েকে স্তন্যপানের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ফাঁস করলেন মেয়ের নামও। লিসা মেয়ের নাম রেখেছেন লারা।

3 / 7
যে ছবি তিনি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, "লারাকে সবাইকে ধন্যবাদ জানাতে চায় কারণ সবার সামনে সে যে খেতে পারছে এই গোটা বিষয়টাকে সহজ করে দেখার জন্য।"

যে ছবি তিনি শেয়ার করেছেন, তার ক্যাপশনে লিখেছেন, "লারাকে সবাইকে ধন্যবাদ জানাতে চায় কারণ সবার সামনে সে যে খেতে পারছে এই গোটা বিষয়টাকে সহজ করে দেখার জন্য।"

4 / 7
২০১৬ সালে দিনো লালওয়ানির সঙ্গে বিয়ে করেন লিসা হেডেন। এর এক বছর পর ২০১৭ সালে জন্ম হয় লিসা-দিনোর বড় ছেলে জ্যাকের। গতবছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সন্তান লিও-র জন্ম দিয়েছেন লিসা।

২০১৬ সালে দিনো লালওয়ানির সঙ্গে বিয়ে করেন লিসা হেডেন। এর এক বছর পর ২০১৭ সালে জন্ম হয় লিসা-দিনোর বড় ছেলে জ্যাকের। গতবছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সন্তান লিও-র জন্ম দিয়েছেন লিসা।

5 / 7
আপাতত তিন সন্তান লিসার প্রায়োরিটি। এখনই কাজে ফেরার কথা ভাবছেন না তিনি। বিশেষত করোনা পরিস্থিতিতে সন্তানদের রেখে বাড়ির বাইরে বেরতে চান না।

আপাতত তিন সন্তান লিসার প্রায়োরিটি। এখনই কাজে ফেরার কথা ভাবছেন না তিনি। বিশেষত করোনা পরিস্থিতিতে সন্তানদের রেখে বাড়ির বাইরে বেরতে চান না।

6 / 7
পরিস্থিতি স্বাভাবিক হলে মেয়ে লারা কিছুটা বড় হলে ফের কাজে ফিরতে পারেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক হলে মেয়ে লারা কিছুটা বড় হলে ফের কাজে ফিরতে পারেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

7 / 7