Arijit Singh: অরিজিতের কনসার্টের মাঝেই মঞ্চে টাকা ছুড়লেন দর্শক, পাল্টা ‘শিক্ষা’ দেন গায়কও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 16, 2022 | 1:30 AM

Bollywood: অরিজিতের সঙ্গে কিছু বছর আগে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। অরিজিৎও চুপ করে থাকেননি সেদিন। ঘটনা ঘটিয়েছিলেন যে ব্যক্তি তাঁকেও নিজের মতো করেই 'উচিৎ শিক্ষা' দিয়েছিলেন তিনি।

1 / 7
অরিজিৎ সিং-- সঙ্গীতপ্রেমীদের কাছে এই নামটাই যেন মাদকতা। প্রেমে অথবা অপ্রেমে, বিরহে অথবা আনন্দের মাঝে-- তাঁর গানেই তৃপ্তি খুঁজে পান আপামর জনসাধারণ। এ হেন অরিজিতের সঙ্গেই কিছু বছর আগে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। অরিজিৎও চুপ করে থাকেননি সেদিন। ঘটনা ঘটিয়েছিলেন যে ব্যক্তি তাঁকেও নিজের মতো করেই 'উচিৎ শিক্ষা' দিয়েছিলেন তিনি।

অরিজিৎ সিং-- সঙ্গীতপ্রেমীদের কাছে এই নামটাই যেন মাদকতা। প্রেমে অথবা অপ্রেমে, বিরহে অথবা আনন্দের মাঝে-- তাঁর গানেই তৃপ্তি খুঁজে পান আপামর জনসাধারণ। এ হেন অরিজিতের সঙ্গেই কিছু বছর আগে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। অরিজিৎও চুপ করে থাকেননি সেদিন। ঘটনা ঘটিয়েছিলেন যে ব্যক্তি তাঁকেও নিজের মতো করেই 'উচিৎ শিক্ষা' দিয়েছিলেন তিনি।

2 / 7
এক লাইভ কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। ভিড় করেছিলেন হাজার হাজার দর্শক। মঞ্চের ঝিলিমিলি নেশা ধরা আলোয় তাঁরাও ডুবে যাচ্ছিলেন গায়কের গায়কিতে।

এক লাইভ কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। ভিড় করেছিলেন হাজার হাজার দর্শক। মঞ্চের ঝিলিমিলি নেশা ধরা আলোয় তাঁরাও ডুবে যাচ্ছিলেন গায়কের গায়কিতে।

3 / 7
এমন সময় ভিড়ের মধ্যে থেকে আচমকাই টাকা ছোড়া শুরু হয় অরিজিৎকে লক্ষ্য করেই। মঞ্চে উড়ে আসে ৫০০-১০০০ এর নোট। গায়ক তখন গাইছিলেন 'রঙ দে তু মোহে গেরুয়া'।

এমন সময় ভিড়ের মধ্যে থেকে আচমকাই টাকা ছোড়া শুরু হয় অরিজিৎকে লক্ষ্য করেই। মঞ্চে উড়ে আসে ৫০০-১০০০ এর নোট। গায়ক তখন গাইছিলেন 'রঙ দে তু মোহে গেরুয়া'।

4 / 7
ওভাবে টাকা উড়ে আসছে দেখে প্রথমটায় বিস্মিত হয়ে গিয়েছিলেন নিজেই কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নেন তিনি। বন্ধ করে দেন গান। আর তারপর যা করেছিলেন তা কল্পনারও অতীত।

ওভাবে টাকা উড়ে আসছে দেখে প্রথমটায় বিস্মিত হয়ে গিয়েছিলেন নিজেই কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নেন তিনি। বন্ধ করে দেন গান। আর তারপর যা করেছিলেন তা কল্পনারও অতীত।

5 / 7
চাইলেই তিনি মঞ্চ ছেড়ে চলে যেতে পারতেন বা পাল্টা চিৎকারও করতে পারতেন সেদিন। কিন্তু এসবের কোনও পন্থাই সেদিন অরিজিৎ অবলম্বন করেননি।

চাইলেই তিনি মঞ্চ ছেড়ে চলে যেতে পারতেন বা পাল্টা চিৎকারও করতে পারতেন সেদিন। কিন্তু এসবের কোনও পন্থাই সেদিন অরিজিৎ অবলম্বন করেননি।

6 / 7
নিচু হয়ে বসে পড়েন মঞ্চে। আর তারপরেই আস্তে আসতে কুড়োতে থাকেন সমস্ত টাকা। যে বা যারা ওই কাজ ঘটিয়েছিলেন তাঁদের সব টাকা ফেরত দিয়ে অরিজিৎ বলেছিলেন একটা কথাই...

নিচু হয়ে বসে পড়েন মঞ্চে। আর তারপরেই আস্তে আসতে কুড়োতে থাকেন সমস্ত টাকা। যে বা যারা ওই কাজ ঘটিয়েছিলেন তাঁদের সব টাকা ফেরত দিয়ে অরিজিৎ বলেছিলেন একটা কথাই...

7 / 7
'এভাবে কখনও পয়সা নষ্ট কোরো না...', বাকি দর্শকেরা তখন হাততালিতে ফেটে পড়েছেন। জিয়াগঞ্জের মানুষটির আজ অনেক অর্থ। অনেক খ্যাতি, প্রতিপত্তিও। তবু সাধারণ পরিবার থেকে উঠে আসা অরিজিৎ যে উন্নতির শিখরে পৌঁছেয় অর্থের মূল্য বোঝেন সে প্রমাণ সেদিন পেয়েছিল সেই মঞ্চ। দর্শক চিনেছিল এক অন্য অরিজিৎকে।

'এভাবে কখনও পয়সা নষ্ট কোরো না...', বাকি দর্শকেরা তখন হাততালিতে ফেটে পড়েছেন। জিয়াগঞ্জের মানুষটির আজ অনেক অর্থ। অনেক খ্যাতি, প্রতিপত্তিও। তবু সাধারণ পরিবার থেকে উঠে আসা অরিজিৎ যে উন্নতির শিখরে পৌঁছেয় অর্থের মূল্য বোঝেন সে প্রমাণ সেদিন পেয়েছিল সেই মঞ্চ। দর্শক চিনেছিল এক অন্য অরিজিৎকে।

Next Photo Gallery