TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Aug 02, 2021 | 3:15 PM
ভারতে রেলপথ এবং সড়কপথ, যাতায়াতের জন্য এই দুটো মাধ্যমই সমান জনপ্রিয়। সুবিস্তৃত বেশ কয়েকটি রেল এবং রোড টানেল রয়েছে এই দেশে। গণপরিবহণ চলাচলের এই দুই ধরনের টানেলের মধ্যে বিখ্যাত কয়েকটির ব্যাপারে জেনে নেওয়া যাক।
অটল টানেলের আগের নাম ছিল রোটাং টানেল। ৯.০২ কিলোমিটার লম্বা এই টানেল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে নামকরণ করা হয়েছে। ২০১০ সালে টানেল তৈরির কাজ শুরু হয়েছিল। আর উদ্বোধন হয় গত বছর অর্থাৎ ২০২০ সালে।
ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হল জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল রেলওয়ে টানেল। এর দৈর্ঘ্য ১১.২১৫ কিলোমিটার। ৩৬,৭৯৫ ফুট উঁচুতে হিমালয়ের কোল ঘেঁষে রয়েছে এই রেলওয়ে টানেল। উদ্বোধন হয়েছিল ২০১৩ সালে।
ভারতের দীর্ঘতম রোড টানেল এটি। ৯.৩৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ২০১৭ সালে উদ্বোধন হয়েছিল এই টানেল। এখানে দু'টি টিউব সমান্তরালে তৈরি হয়েছে। এই টানেলের একাধিক নাম রয়েছে। যেমন- Chenani Nashri Tunnel, Patnitop Tunnel and Syama Tunnel।
কেরলের এই রেলওয়ে টানেল ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে টানেল হিসেবে পরিগণিত হবে। ৯.০২ কিলোমিটার বিস্তার হবে এই টানেলের। আপাতত কাজ চলছে ত্রিবান্দ্রমের এই পোর্ট রেলওয়ে টানেলে। অনুমান, ২০২২ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
১৮০০ মিটার উচ্চতায় জম্মু-কাশ্মীরে রয়েছে বানিহাল কাজিগুন্ড রোড টানেল। এর বিস্তার হবে ৮.৫ কিলোমিটার। ২০১১ সালে এখানে কাজ শুরু হয়েছে। অনুমান ২০২১ সালের মধ্যে চালু হবে এই রোড টানেল। এখানেও থাকছে দু'টি সমান্তরাল টিউব।
Sangaldan Railway Tunnel দেশের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে টানেল। এর বিস্তার ৭.১ কিলোমিটার। ২০১০ সালে এই টানেল খোলা হয়েছিল। জম্মু-কাশ্মীরে রয়েছে এই রেলওয়ে টানেল।