England Footballer Controversy: চিড়িয়াখানা ভ্রমণ, হিংস্র পশুদের সঙ্গে ছবি, বিতর্কে ইংল্যান্ড ফুটবলার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 21, 2022 | 7:00 AM

কাতার বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে পৌঁছেছিল ইংল্যান্ড ফুটবল দল। বিশ্বকাপে অন্য়তম ফেভারিট ধরা হয়েছিল তাদের। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হার। শেষ দিকে অধিনায়ক হ্য়ারি কেন পেনাল্টি মিস না করলে হয়তো একটা সুযোগ থাকতো ঘুরে দাঁড়ানোর। শেষ অবধি ১-২ ব্যবধানে হার। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও দেশে ফিরে নায়কের সম্মান পেয়েছিলেন ইংল্য়ান্ড ফুটবলাররা। তবে ইংল্য়ান্ড তথা ম্যান ইউয়ের দুই ফুটবলার হ্যারি ম্য়াগুয়ের, স্কট ম্যাকটমিনির আচরণে বিতর্ক। কেন!

1 / 5
কাতার বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে পৌঁছেছিল ইংল্যান্ড ফুটবল দল। বিশ্বকাপে অন্য়তম ফেভারিট ধরা হয়েছিল তাদের। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হার। শেষ দিকে অধিনায়ক হ্য়ারি কেন পেনাল্টি মিস না করলে হয়তো একটা সুযোগ থাকতো ঘুরে দাঁড়ানোর। (ছবি : ইন্সটাগ্রাম)

কাতার বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে পৌঁছেছিল ইংল্যান্ড ফুটবল দল। বিশ্বকাপে অন্য়তম ফেভারিট ধরা হয়েছিল তাদের। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হার। শেষ দিকে অধিনায়ক হ্য়ারি কেন পেনাল্টি মিস না করলে হয়তো একটা সুযোগ থাকতো ঘুরে দাঁড়ানোর। (ছবি : ইন্সটাগ্রাম)

2 / 5
শেষ অবধি ১-২ ব্যবধানে হার। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও দেশে ফিরে নায়কের সম্মান পেয়েছিলেন ইংল্য়ান্ড ফুটবলাররা। তবে ইংল্য়ান্ড তথা ম্যান ইউয়ের দুই ফুটবলার হ্যারি ম্য়াগুয়ের, স্কট ম্যাকটমিনির আচরণে বিতর্ক। কেন! (ছবি : ইন্সটাগ্রাম)

শেষ অবধি ১-২ ব্যবধানে হার। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও দেশে ফিরে নায়কের সম্মান পেয়েছিলেন ইংল্য়ান্ড ফুটবলাররা। তবে ইংল্য়ান্ড তথা ম্যান ইউয়ের দুই ফুটবলার হ্যারি ম্য়াগুয়ের, স্কট ম্যাকটমিনির আচরণে বিতর্ক। কেন! (ছবি : ইন্সটাগ্রাম)

3 / 5
কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর দেশে ফেরার আগে দুবাইয়ের ফেম চিড়িয়াখানায় ছোট্ট ভিজিটে গিয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের এবং স্কট ম্যাকটমিনি। এই চিড়িয়াখানায় হিংস্র এবং ভয়ঙ্কর পশুও রয়েছে। কথায় আছে, বন্য়েরা বনে সুন্দর। (ছবি : ইন্সটাগ্রাম)

কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর দেশে ফেরার আগে দুবাইয়ের ফেম চিড়িয়াখানায় ছোট্ট ভিজিটে গিয়েছিলেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের এবং স্কট ম্যাকটমিনি। এই চিড়িয়াখানায় হিংস্র এবং ভয়ঙ্কর পশুও রয়েছে। কথায় আছে, বন্য়েরা বনে সুন্দর। (ছবি : ইন্সটাগ্রাম)

4 / 5
বন্য়প্রাণীদের এ ভাবে বন্দি করে রাখা এবং সেটা থেকে বিনোদনের অংশ হিসেবে ব্য়বহার করা। শুধু তাই নয়, বাঘের সঙ্গে টাগ অফ ওয়ারও খেলেছেন ম্যাকটমিনি। হ্যারি ম্যাগুয়ের এবং ম্য়াকটমিনিদের আচরণে যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশনের তরফে ক্য়াথরিন ওয়াইজ। (ছবি : ইন্সটাগ্রাম)

বন্য়প্রাণীদের এ ভাবে বন্দি করে রাখা এবং সেটা থেকে বিনোদনের অংশ হিসেবে ব্য়বহার করা। শুধু তাই নয়, বাঘের সঙ্গে টাগ অফ ওয়ারও খেলেছেন ম্যাকটমিনি। হ্যারি ম্যাগুয়ের এবং ম্য়াকটমিনিদের আচরণে যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশনের তরফে ক্য়াথরিন ওয়াইজ। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 5
পশু, পাখি, সাপের সঙ্গে ম্যাগুয়ের, ম্যাকটমিনিদের ছবি প্রকাশ হওয়ার প্রসঙ্গে ক্য়াথরিনের মন্তব্য়, 'এই পশু পাখিরা, কোনও বস্তু নয় যে, সোশ্য়াল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য তাদের এ ভাবে ব্য়বহার করতে হবে।' (ছবি : ইন্সটাগ্রাম)

পশু, পাখি, সাপের সঙ্গে ম্যাগুয়ের, ম্যাকটমিনিদের ছবি প্রকাশ হওয়ার প্রসঙ্গে ক্য়াথরিনের মন্তব্য়, 'এই পশু পাখিরা, কোনও বস্তু নয় যে, সোশ্য়াল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য তাদের এ ভাবে ব্য়বহার করতে হবে।' (ছবি : ইন্সটাগ্রাম)

Next Photo Gallery