Valley Of Flowers: উত্তরাখণ্ড নয়, মহারাষ্ট্রের ভ্যালি অফ ফ্লাওয়ারসে ঢুঁ মারতে পারবেন সারা বছর!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 26, 2022 | 5:50 PM
Maharashtra: উইকেন্ডে ভ্রমণের জন্য এমন জায়গা সব পর্যটকের কাছেই অত্যন্ত মূল্যবান। এই জনপ্রিয় পর্যটন গন্তব্য বেশিরভাগই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাহারি ফুলে ভরে ওঠে।
1 / 8
পুনে থেকে মাত্র ৩ ঘণ্টার দূরত্ব। মহারাষ্ট্রের কাস মালভূমি এখন রঙিন হয়ে উঠেছে। বছরের একটি নির্দিষ্ট সময়ের জন্য এই উপত্যকা নানা রঙের ফুলের সম্ভারে ভরে হয়ে ওঠে। স্বর্গের থেকেও কম কিছু নয়।
2 / 8
উইকেন্ডে ভ্রমণের জন্য এমন জায়গা সব পর্যটকের কাছেই অত্যন্ত মূল্যবান। এই জনপ্রিয় পর্যটন গন্তব্য বেশিরভাগই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাহারি ফুলে ভরে ওঠে। ভাবছেন, কেউ ফুলের চাষ করে থাকেন? না, কেউই করেন না। পুরোটাই প্রকৃতির দান।
3 / 8
এই সময় গোটা মালভূমিটি হলুদ, নীল, গোলাপি রঙের বন্যফুলে ভরে থাকে। প্রায় ৮৫০টিরও বেশি প্রজাতির বন্যফুল একসঙ্গে ফোটে। তার দৃশ্য না দেখলে ভোলার নয়। এই কারণেই প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের আদর্শ জায়গা বলা যেতে পারে।
4 / 8
মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত কাস মালভূমির প্রতি ফটোগ্রাফারদের আলাদা আকর্ষণ রয়েছে। রয়েছে আনন্দও। কারণ সারা বছর ঘরে এই মনোরম আবহাওয়া ও সুন্দর দৃশ্যের জন্য উদগ্রীব হয়ে থাকেন চিত্রশিল্পীরা।
5 / 8
এমন মনোরম আবহাওয়া এই মালভূমি সারা বছর উপভোগ করা যায়। তাই পর্যটকদের কথা মাথায় রেখে সাতারা জেলা প্রশাসন কাস মালভূমিকে সর্ব-ঋতু পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করার পরিকল্পনা করেছে।
6 / 8
ফটোশ্যুট ও সেলফি পয়েন্টের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য হয়ে গিয়েছে। যে কোনও সময় কাস পরিদর্শন করার সুযোগ হাতছাড়া কেউই করতে চান না। ফুলে ঢাকা স্বর্গরাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য শুধু স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকেও পর্যটকের ভিড় লেগেই থাকে।
7 / 8
বর্তমানে এই ক্য়ানভাসের মত সুন্দর দৃশ্যকে ফ্রেমবন্দি করে রাখতে চান অনেকেই। অফ-সিজনেও প্রি-ওয়েডিং বা বিবাহ-পরবর্তী শ্যুটের জন্য এই গন্তব্যকে প্রথম পছন্দের তালিকায় ফেলা হচ্ছে।
8 / 8
স্থানীয় স্ব-সহায়ক গোষ্ঠীগুলির মাধ্য়মে পর্যটকদের সুবিধার্থে তাদের তৈরি পণ্যগুলি প্রদর্শনের জন্য একটি নির্দিষ্ট বাজার জোন হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে জেলা প্রশাসন। এই প্ল্যানের সঙ্গে রয়েছে রাজ্য সরকার ও উমেদ অভিযানের উদ্যোগ।