UEFA Champions League: ডর্টমুন্ড-ম্যান সিটি ড্র, দু’দলই নকআউটে, মাহরেজের পেনাল্টি নষ্ট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 26, 2022 | 1:51 PM

Manchester City: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ গোলশূন্য শেষ হল। দুই দলই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল। ম্যাঞ্চেস্টার সিটি পেনাল্টি থেকে গোলের সুযোগও পেয়েছিল। যদিও রিয়াদ মাহরেজের স্পট কিক বাঁচিয়ে দেন বরুসিয়া গোলরক্ষক গ্রেগর কেবল।

1 / 5
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) বরুসিয়া ডর্টমুন্ড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ গোলশূন্য শেষ হল। দুই দলই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল। (ছবি : টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) বরুসিয়া ডর্টমুন্ড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ গোলশূন্য শেষ হল। দুই দলই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল। (ছবি : টুইটার)

2 / 5
ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) পেনাল্টি থেকে গোলের সুযোগও পেয়েছিল। যদিও রিয়াদ মাহরেজের স্পট কিক বাঁচিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কেবল। (ছবি : টুইটার)

ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) পেনাল্টি থেকে গোলের সুযোগও পেয়েছিল। যদিও রিয়াদ মাহরেজের স্পট কিক বাঁচিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কেবল। (ছবি : টুইটার)

3 / 5
পরিসংখ্যান বলছে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) কোচিংয়ে ৮০টির মধ্যে ২৫টি পেনাল্টি নষ্ট করেছে ম্যাঞ্চেস্টার সিটি (টাইব্রেকার বাদে)। (ছবি : টুইটার)

পরিসংখ্যান বলছে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) কোচিংয়ে ৮০টির মধ্যে ২৫টি পেনাল্টি নষ্ট করেছে ম্যাঞ্চেস্টার সিটি (টাইব্রেকার বাদে)। (ছবি : টুইটার)

4 / 5
পুরনো ক্লাব বরুসিয়ার বিরুদ্ধে মাত্র অর্ধেক সময় খেলানো হল আর্লিং হালান্ডকে (Erling Haaland)। দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নেওয়া হয়। (ছবি : টুইটার)

পুরনো ক্লাব বরুসিয়ার বিরুদ্ধে মাত্র অর্ধেক সময় খেলানো হল আর্লিং হালান্ডকে (Erling Haaland)। দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নেওয়া হয়। (ছবি : টুইটার)

5 / 5
প্রাক্তন ক্লাবে, সতীর্থদের দেখে নস্টালজিক হয়ে পড়েন হালান্ডও। পুরনো সতীর্থদের সঙ্গে ম্যাচ শেষে সৌজন্য সাক্ষাৎও করেন হালান্ড। (ছবি : টুইটার)

প্রাক্তন ক্লাবে, সতীর্থদের দেখে নস্টালজিক হয়ে পড়েন হালান্ডও। পুরনো সতীর্থদের সঙ্গে ম্যাচ শেষে সৌজন্য সাক্ষাৎও করেন হালান্ড। (ছবি : টুইটার)

Next Photo Gallery