উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) বরুসিয়া ডর্টমুন্ড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ গোলশূন্য শেষ হল। দুই দলই অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করল। (ছবি : টুইটার)
ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) পেনাল্টি থেকে গোলের সুযোগও পেয়েছিল। যদিও রিয়াদ মাহরেজের স্পট কিক বাঁচিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কেবল। (ছবি : টুইটার)
পরিসংখ্যান বলছে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) কোচিংয়ে ৮০টির মধ্যে ২৫টি পেনাল্টি নষ্ট করেছে ম্যাঞ্চেস্টার সিটি (টাইব্রেকার বাদে)। (ছবি : টুইটার)
পুরনো ক্লাব বরুসিয়ার বিরুদ্ধে মাত্র অর্ধেক সময় খেলানো হল আর্লিং হালান্ডকে (Erling Haaland)। দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নেওয়া হয়। (ছবি : টুইটার)
প্রাক্তন ক্লাবে, সতীর্থদের দেখে নস্টালজিক হয়ে পড়েন হালান্ডও। পুরনো সতীর্থদের সঙ্গে ম্যাচ শেষে সৌজন্য সাক্ষাৎও করেন হালান্ড। (ছবি : টুইটার)