Bangla News Photo gallery Mai actor sakshi tanwar recalls how her personal life got affected during the time of ekta kapoor's kahani ghar ghar ki serial shootings
Sakshi Tanwar: ‘কাহানি ঘর ঘর কি’ কেড়ে নিয়েছিল সাক্ষীর তানওয়ারের জীবনের ৮ বছরের সুখ!
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 12, 2022 | 3:37 PM
Sakshi Tanwar: ধারাবাহিকে অভিনয় করার সময় জীবন এদিক-ওদিক হয়েছে গিয়েছিল সাক্ষীর।
1 / 6
একতা কাপুরের জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি' কে ভুলতে পারেন? সেই ধারাবাহিকে অভিনয় করেছিলেন সাক্ষী তানওয়ার। চরিত্রের নাম ছিল পার্বতী। তাঁকেই বা কতজন ভুলতে পেরেছেন। ২০০০ সাল থেকে ২০০৮ সাল, দীর্ঘ ৮ বছর ধরে চলেছিল সেই ধারাবাহিকে। ধারাবাহিকে বিরামহীনভাবে কাজ করে গিয়েছে সাক্ষী।
2 / 6
ধারাবাহিকে অভিনয় করার সময় জীবন এদিক-ওদিক হয়েছে গিয়েছিল সাক্ষীর। ৮ বছর নিজের দিকে তাকাতে পারেননি অভিনেত্রী।
3 / 6
জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন এক্কেবারে পাল্টে গিয়েছিল। পরিবারকে এক্কেবারেই সময় দিতে পারতেন না সাক্ষী। 'কাহানি ঘর ঘর কি' করতে-করতে নিজের ঘরের দিকেই তাকাতে পারেননি অভিনেত্রী।
4 / 6
বাড়ির কোনও অনুষ্ঠানে পাওয়া যেত না সাক্ষীকে। সারাক্ষণ থাকতেন শুটিং ফ্লোরেই। আর কে না জানেন, সিরিয়ালে অভিনয় করলে কোনও বিরাম থাকে না। বিরাম পাননি সাক্ষীও। কিন্তু ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অনেককিছু শিখেছেন তিনি। অভিনেত্রী হিসেবে নিজের শিল্পকে অনেক বেশি যত্ন করতে পেরেছিলেন সাক্ষী।
5 / 6
একটি সাক্ষাৎকারে সাক্ষী বলেছেন, "একটা সময় আমার কাছে কাজই ছিল সবকিছু। 'কাহানি ঘর ঘর কি' সিরিয়ালের শুটিংয়ের সময় একটাই কাজ করেছি - শুটিং। এর বাইরে আমার জীবন ছিল না। আমার হাতে অন্যকিছুর জন্য সময় ছিল না।"
6 / 6
পরবর্তীকালে একটি ৯ মাসের কন্যাকে দত্তক নিয়েছিলেন সাক্ষী। এখন মেয়ে ও পরিবারই তাঁর সবকিছু। এমন কাজ করেন, যা করে তিনি মেয়েকে ও পরিবারকে সময় দিতে পারেন। এর বাইরে কাজ করতে আর আগ্রহী নন তিনি। বলেছেন, "করোনাকাল আমাকে অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে পরিবারের মাহাত্ম।" সম্প্রতি 'মাই' ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।