TV9 Bangla Digital | Edited By: megha
Jan 02, 2023 | 3:33 PM
শীতের নিত্যদিনের সঙ্গী ময়েশ্চারাইজার। বাতাসে আর্দ্রতার অভাবে ত্বকও তার আর্দ্রভাব হারিয়ে ফেলে। তাই রুক্ষ ত্বকের যত্ন নিতে অনেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করেন। ত্বককে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে অ্যালোভেরা জেল।
ত্বকের জন্য সেরা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়া এর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের উপর কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না অ্যালোভেরা জেল।
বাজারে একাধিক নামী-দামি ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া যায়। কিন্তু আপনার বাড়িতে যদি অ্যালোভেরার গাছ থাকে, তাহলে আপনি বাড়িতেই এর থেকে জেল বানিয়ে নিতে পারবেন। এতে কোনও রাসায়নিক পণ্যও ব্যবহার করতে পারবেন না।
অ্যালোভেরার গাছ থেকে একটা পাতা কেটে নিন। পাতাটা ১-২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এতে অ্যালোভেরার পাতার হলুদ রস বেরিয়ে যাবে। এবার পাতা থেকে অ্যালোভেরার নির্যাসটা বের করে নিন।
অ্যালোভেরার নির্যাসের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেল, ভিটামিন সি তেল মিশিয়ে দিন। এতে ২-৩ চামচ গোলাপ জল মিশিয়ে দিন। আপনি এতে পছন্দের এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন।
উপকরণগুলো ভাল করে মিশিয়ে নিলেই তৈরি আপনার অ্যালোভেরা জেল। রাতে ঘুমনোর আগে আপনি এই অ্যালোভেরা জেলটি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বক নরম ও কোমল থাকবে।