Malaika Arora Controversy: কেরিয়ার থেকে পোশাক, বারে বারে মালাইকার কটাক্ষে মুখে অমৃতা, অভিযোগ বোনের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 21, 2022 | 11:27 AM

Viral News: বেশ কয়েকদিন ধরেই চর্চায় মনালাইকা আরোরার চ্যাট শো মুভিং ইন উইথ মালাইকা। ঝড়ের গতিতে ভাইরাল তার প্রতিটা এপিসোড।

1 / 5
বেশ কয়েকদিন ধরেই চর্চায় মনালাইকা আরোরার চ্যাট শো মুভিং ইন উইথ মালাইকা। ঝড়ের গতিতে  ভাইরাল তার প্রতিটা এপিসোড। তবে পর্ব যতই এগোচ্ছে ততই মালাইকার জীবনের নানা বিষয় আরও খোলসা হচ্ছে সকলের সামনে।

বেশ কয়েকদিন ধরেই চর্চায় মনালাইকা আরোরার চ্যাট শো মুভিং ইন উইথ মালাইকা। ঝড়ের গতিতে ভাইরাল তার প্রতিটা এপিসোড। তবে পর্ব যতই এগোচ্ছে ততই মালাইকার জীবনের নানা বিষয় আরও খোলসা হচ্ছে সকলের সামনে।

2 / 5
এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

3 / 5
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

4 / 5
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

5 / 5
মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।

মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।

Next Photo Gallery