Asia Cup 2022: আদর্শের সঙ্গে সাক্ষাৎ, স্বপ্নপূরণ মাহিরার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 05, 2022 | 9:00 AM

এ বারের মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতের মেয়েরা। পর পর তিনটি ম্যাচে জিতেছেন হরমনপ্রীত-স্মৃতিরা। মালয়েশিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস মেথডে ৩০ রানে জেতে ভারত। সেই ম্যাচে মালয়েশিয়ার তরুণ ক্রিকেটাররা তাঁদের আদর্শ হরমনপ্রীত-স্মৃতিদের সঙ্গে সাক্ষাৎ করায় বেজায় খুশি।

1 / 5
 এ বারের মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতের মেয়েরা। পর পর তিনটি ম্যাচে জিতেছেন হরমনপ্রীত-স্মৃতিরা। মালয়েশিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস মেথডে ৩০ রানে জেতে ভারত। (ছবি-এসিসি মিডিয়া)

এ বারের মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতের মেয়েরা। পর পর তিনটি ম্যাচে জিতেছেন হরমনপ্রীত-স্মৃতিরা। মালয়েশিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস মেথডে ৩০ রানে জেতে ভারত। (ছবি-এসিসি মিডিয়া)

2 / 5
ভারতের কাছে এশিয়া কাপের ম্যাচে হারলেও, মালয়েশিয়ার তরুণ ক্রিকেটাররা তাঁদের আদর্শ হরমনপ্রীত-স্মৃতিদের সঙ্গে সাক্ষাৎ করায় বেজায় খুশি। (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

ভারতের কাছে এশিয়া কাপের ম্যাচে হারলেও, মালয়েশিয়ার তরুণ ক্রিকেটাররা তাঁদের আদর্শ হরমনপ্রীত-স্মৃতিদের সঙ্গে সাক্ষাৎ করায় বেজায় খুশি। (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

3 / 5
মালয়েশিয়ার বছর ২২ এর তরুণ ক্রিকেটার মাহিরা ইসমাইল (Mahirah Ismail) ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার সঙ্গে ছবি তুলেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, "আমার স্বপ্ন সত্যি হল। মিষ্টি মুহূর্ত।" (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

মালয়েশিয়ার বছর ২২ এর তরুণ ক্রিকেটার মাহিরা ইসমাইল (Mahirah Ismail) ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার সঙ্গে ছবি তুলেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে লিখেছেন, "আমার স্বপ্ন সত্যি হল। মিষ্টি মুহূর্ত।" (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

4 / 5
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে স্মৃতি ও হ্যারির সঙ্গে মালেশিয়ান ক্রিকেটার মাহিরার ছবি। (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে স্মৃতি ও হ্যারির সঙ্গে মালেশিয়ান ক্রিকেটার মাহিরার ছবি। (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

5 / 5
ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজের সঙ্গেও হাসিমুখে পোজ দেন মালয়েশিয়ান ক্রিকেটার। (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজের সঙ্গেও হাসিমুখে পোজ দেন মালয়েশিয়ান ক্রিকেটার। (ছবি-মাহিরা ইসমাইল টুইটার)

Next Photo Gallery