Jack Grealish: এতিহাদ স্টেডিয়ামের থেকেও বড় ম্যানসনে থাকেন ম্যান সিটি তারকা জ্যাক গ্রিলিশ!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 09, 2022 | 7:00 AM

বিদেশি ফুটবলারদের বাহারি শখের কথা অনেকেই জানেন। ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ নর্থ ওয়েস্টে ৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এক ম্যানসন কিনেছেন। ২০ একর জায়গার ওপর দাঁড়িয়ে সেই বিলাসবহুল বাড়ি। কী নেই তাতে? ফিশিং লেক, টেনিস কোর্ট, খামার, সুইমিং পুল সবই রয়েছে গ্রিলিশের নতুন ম্যানসনে।

1 / 6
বিদেশি ফুটবলারদের বাহারি শখের কথা অনেকেই জানেন। ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ (Jack Grealish) নর্থ ওয়েস্টে ৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এক ম্যানসন কিনেছেন।

বিদেশি ফুটবলারদের বাহারি শখের কথা অনেকেই জানেন। ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ (Jack Grealish) নর্থ ওয়েস্টে ৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এক ম্যানসন কিনেছেন।

2 / 6
২০ একর জায়গার ওপর দাঁড়িয়ে সেই বিলাসবহুল বাড়ি। কী নেই তাতে? ফিশিং লেক, টেনিস কোর্ট, খামার, সুইমিং পুল সবই রয়েছে গ্রিলিশের নতুন ম্যানসনে।

২০ একর জায়গার ওপর দাঁড়িয়ে সেই বিলাসবহুল বাড়ি। কী নেই তাতে? ফিশিং লেক, টেনিস কোর্ট, খামার, সুইমিং পুল সবই রয়েছে গ্রিলিশের নতুন ম্যানসনে।

3 / 6
ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৫৫,০৯৭। জানা গিয়েছে, গ্রিলিশের ম্যানসন এতিহাদ স্টেডিয়ামের থেকেও বড়। ম্যানসনের ভেতর সুইমিং পুল, জিম থেকে শুরু করে অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

ম্যাঞ্চেস্টার সিটির ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৫৫,০৯৭। জানা গিয়েছে, গ্রিলিশের ম্যানসন এতিহাদ স্টেডিয়ামের থেকেও বড়। ম্যানসনের ভেতর সুইমিং পুল, জিম থেকে শুরু করে অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।

4 / 6
এমনকি গ্রিলিশের ম্যানসনের মধ্যে একটি কটেজ রয়েছে, যেখানে তিনি ম্যানসনের বাইরে বন্ধুদের এবং পরিবারকে নিয়ে থাকতে পারবেন।

এমনকি গ্রিলিশের ম্যানসনের মধ্যে একটি কটেজ রয়েছে, যেখানে তিনি ম্যানসনের বাইরে বন্ধুদের এবং পরিবারকে নিয়ে থাকতে পারবেন।

5 / 6
অত্যাধুনিক নিরাপত্তা ক্যামেরা এবং শৌখিন আলোসহ নর্থ ওয়েস্টের এই সম্পত্তিটি সেখানকার সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। গ্রিলিশ চলতি বছরের শুরুতে এই ম্যানসনটি নিয়েছেন। এবং জানা গিয়েছে তিনি নগদ অর্থ দিয়ে এই ম্যানসনটি কিনেছেন।

অত্যাধুনিক নিরাপত্তা ক্যামেরা এবং শৌখিন আলোসহ নর্থ ওয়েস্টের এই সম্পত্তিটি সেখানকার সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। গ্রিলিশ চলতি বছরের শুরুতে এই ম্যানসনটি নিয়েছেন। এবং জানা গিয়েছে তিনি নগদ অর্থ দিয়ে এই ম্যানসনটি কিনেছেন।

6 / 6
গত বছরের অগস্টে সিটিতে যাওয়ার আগে, প্রাক্তন অ্যাস্টন ভিলা তারকা বার্মিংহামের দক্ষিণে ১.৭৫ মিলিয়ন পাউন্ডের ছয় বেডরুমের একটি বাড়িতে থাকতেন। বর্তমানে গ্রিলিশ যে ম্যানসনে থাকেন, সেটিতে রয়েছে ৭টি বেডরুম। এ ছাড়াও পুরো ম্যানসনের মধ্যে অঢেল জায়গা রয়েছে।

গত বছরের অগস্টে সিটিতে যাওয়ার আগে, প্রাক্তন অ্যাস্টন ভিলা তারকা বার্মিংহামের দক্ষিণে ১.৭৫ মিলিয়ন পাউন্ডের ছয় বেডরুমের একটি বাড়িতে থাকতেন। বর্তমানে গ্রিলিশ যে ম্যানসনে থাকেন, সেটিতে রয়েছে ৭টি বেডরুম। এ ছাড়াও পুরো ম্যানসনের মধ্যে অঢেল জায়গা রয়েছে।

Next Photo Gallery