Barca vs Man U: বার্সেলোনা-ম্যান ইউ ইউরোপা লিগের চার গোলের ম্যাচ ড্র

মোট চারটি গোল। কিন্তু জয় পেল না কোনও টিমই। ক্যাম্প ন্যুতে ইউরোপা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ফলাফল ২-২।

| Edited By: | Updated on: Feb 17, 2023 | 3:58 PM
ইউরোপা লিগের রাউন্ড অব ৩২-এ বার্সেলোনার হয়ে দুটি গোল করেন মার্কোস আলেন্সো এবং রাফিনহা। (ছবি:টুইটার)

ইউরোপা লিগের রাউন্ড অব ৩২-এ বার্সেলোনার হয়ে দুটি গোল করেন মার্কোস আলেন্সো এবং রাফিনহা। (ছবি:টুইটার)

1 / 8
ম্যান ইউনাইটেডের হয়ে ৫২ মিনিটে গোল করেন মার্কাস ব়্যাশফোর্ড। একটি গোল আত্মঘাতী। (ছবি:টুইটার)

ম্যান ইউনাইটেডের হয়ে ৫২ মিনিটে গোল করেন মার্কাস ব়্যাশফোর্ড। একটি গোল আত্মঘাতী। (ছবি:টুইটার)

2 / 8
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে শুধু গোলটাই হয়নি। দুই দলেরই খেলার ধার ছিল। দারুণ কিছু সুযোগ তৈরি হলেও গোল হয়নি। দুই দলই সুযোগ হারিয়েছে।(ছবি:টুইটার)

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে শুধু গোলটাই হয়নি। দুই দলেরই খেলার ধার ছিল। দারুণ কিছু সুযোগ তৈরি হলেও গোল হয়নি। দুই দলই সুযোগ হারিয়েছে।(ছবি:টুইটার)

3 / 8
বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে প্রথম গোল করেন আলেন্সো। মিনিট দুয়েকের মধ্যে সমতা ফেরান ব়্যাশফোর্ড। (ছবি:টুইটার)

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে প্রথম গোল করেন আলেন্সো। মিনিট দুয়েকের মধ্যে সমতা ফেরান ব়্যাশফোর্ড। (ছবি:টুইটার)

4 / 8
সমতা ফেরানোর পর ছয় মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় ম্যান ইউ। রাশফোর্ডের শট বার্সা ডিফেন্ডার জুলেস কুন্ডের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। (ছবি:টুইটার)

সমতা ফেরানোর পর ছয় মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় ম্যান ইউ। রাশফোর্ডের শট বার্সা ডিফেন্ডার জুলেস কুন্ডের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। (ছবি:টুইটার)

5 / 8
৭৬ মিনিটে ব্যবধান ২-২ করেন রাফিনহা। এরপর আর গোল হয়নি।(ছবি:টুইটার)

৭৬ মিনিটে ব্যবধান ২-২ করেন রাফিনহা। এরপর আর গোল হয়নি।(ছবি:টুইটার)

6 / 8
ক্যাম্প ন্যু-তে জয় বা হার কোনওটারই স্বাদ পেল না দুই দল।(ছবি:টুইটার)

ক্যাম্প ন্যু-তে জয় বা হার কোনওটারই স্বাদ পেল না দুই দল।(ছবি:টুইটার)

7 / 8
আগামী ২৩ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগের ম্যাচ খেলা হবে দুই দলের মধ্যে। (ছবি:টুইটার)

আগামী ২৩ ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগের ম্যাচ খেলা হবে দুই দলের মধ্যে। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: