English Premier League: গোল পেলেন রোনাল্ডো, জয় ম্যান ইউয়ের

ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) আজ, রবিবারের ম্যাচে লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩০ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রেডসরা। তবে মাত্র ৫ মিনিট পরই দলকে সমতায় ফেরান সিআর সেভেন। শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন জেসে লিনগার্ড।

| Edited By: | Updated on: Sep 19, 2021 | 9:41 PM
ম্যাচের ৩৫ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের ৩৫ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

1 / 4
ম্যান ইউয়ের হয়ে ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন পল পগবার বদলি হিসেবে নামা জেসে লিনগার্ড (Jesse Lingard)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যান ইউয়ের হয়ে ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন পল পগবার বদলি হিসেবে নামা জেসে লিনগার্ড (Jesse Lingard)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 4
ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি সেভ করে ম্যান ইউয়ের জয়ের পিছনে বড় অবদান রাখলেন ডেভিড দে জিয়া (David de Gea)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি সেভ করে ম্যান ইউয়ের জয়ের পিছনে বড় অবদান রাখলেন ডেভিড দে জিয়া (David de Gea)। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 4
দলের জয়ের পর রেডসদের উচ্ছ্বাস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

দলের জয়ের পর রেডসদের উচ্ছ্বাস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 4
Follow Us: