Manisha Kalyan: পায়ে পায়ে ইতিহাস ভারতের মেয়ে মনীষা কল্যাণের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2022 | 8:15 PM

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা।

1 / 5
উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। (ছবি-টুইটার)

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেললেন ভারতের মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন বছর ২০-র মনীষা। (ছবি-টুইটার)

2 / 5
সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা। (ছবি-টুইটার)

সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এফসির জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিলেন মনীষা। শুরু থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, ম্যাচের ৬০ মিনিটের মাথায় সাইপ্রাসের মারিলেনা জির্জিউয়ের পরিবর্তে নেমেছিলেন মনীষা। (ছবি-টুইটার)

3 / 5
উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে ৩০ মিনিট মাঠে ছিলেন মনীষা। তবে গোলদর্শন হয়নি ভারতের এই ফুটবলারের। (ছবি-টুইটার)

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে ৩০ মিনিট মাঠে ছিলেন মনীষা। তবে গোলদর্শন হয়নি ভারতের এই ফুটবলারের। (ছবি-টুইটার)

4 / 5
এসএফকে রিগার বিরুদ্ধে সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছে মনীষার ক্লাব অ্যাপোলোন লেডিস এফসি। অ্যাপোলোনের এর পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে। (ছবি-টুইটার)

এসএফকে রিগার বিরুদ্ধে সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছে মনীষার ক্লাব অ্যাপোলোন লেডিস এফসি। অ্যাপোলোনের এর পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে। (ছবি-টুইটার)

5 / 5
২০২০ সালে এআইএফএফ-এর পক্ষ থেকে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন মনীষা। ফলে তাঁর ইতিহাস গড়ায় বেশ গর্বিত বোধ করছে ভারতের ফুটবলপ্রেমীরা। (ছবি-টুইটার)

২০২০ সালে এআইএফএফ-এর পক্ষ থেকে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন মনীষা। ফলে তাঁর ইতিহাস গড়ায় বেশ গর্বিত বোধ করছে ভারতের ফুটবলপ্রেমীরা। (ছবি-টুইটার)

Next Photo Gallery