Mannat: মাদক, পুলিশ, রাত জাগার ভয়াবহ স্মৃতি মুছতে দিওয়ালিতে এবার কী হতে চলেছে মন্নতে

Shah Rukh Khan: সেই কঠিন অধ্যায় ভুলে তাই আবার ছন্দে ফেরার পথে পরিবার। এখন সেই প্রস্তুতিই তুঙ্গে। ছয় মাসের মাথায় আরিয়ান খানের মাথা থেকে সমস্ত অভিযোগ সরে যায়।

Sep 20, 2022 | 7:18 PM
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

Sep 20, 2022 | 7:18 PM

ছবি মুক্তির পর বক্স অফিসে লড়াই নয়, বরং ছবি মুক্তির আগেই তা ২৫০ কোটি টাকা ঘরে তুলল। শাহরুখ খান বর্তমানে জাওয়ান ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তারপরই পাইপ লাইনে রয়েছে ডানকি ছবি।

ছবি মুক্তির পর বক্স অফিসে লড়াই নয়, বরং ছবি মুক্তির আগেই তা ২৫০ কোটি টাকা ঘরে তুলল। শাহরুখ খান বর্তমানে জাওয়ান ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তারপরই পাইপ লাইনে রয়েছে ডানকি ছবি।

1 / 5
শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।

শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।

2 / 5
বাড়িতে কোনও রকমের মিষ্টি ঢুকবে না, জানিয়ে দিয়েছিলেন গৌরী খান। প্রতিবছর আলোয় সেজে ওঠে মন্নত। কিন্তু সেবার আলো জ্বলেনি। তাই এবার সেই চেনা ছবিতেই ফিরবে মন্নত। সম্প্রতি তেমনই জানালেন গৌরী খান।

বাড়িতে কোনও রকমের মিষ্টি ঢুকবে না, জানিয়ে দিয়েছিলেন গৌরী খান। প্রতিবছর আলোয় সেজে ওঠে মন্নত। কিন্তু সেবার আলো জ্বলেনি। তাই এবার সেই চেনা ছবিতেই ফিরবে মন্নত। সম্প্রতি তেমনই জানালেন গৌরী খান।

3 / 5
গৌরী খানের কথায়, এবার মন্নতে থাকছে বিশেষ দিওয়ালি সেলিব্রেশনের ব্যবস্থা। সামনেই শাহরুখ খানের ছবির মুক্তি। আরিয়ানের মাথা থেকে সরে গিয়েছে সমস্ত কলঙ্কের দায়। ফলে আবারও ছন্দে ফেরা খান পরিবারের।

গৌরী খানের কথায়, এবার মন্নতে থাকছে বিশেষ দিওয়ালি সেলিব্রেশনের ব্যবস্থা। সামনেই শাহরুখ খানের ছবির মুক্তি। আরিয়ানের মাথা থেকে সরে গিয়েছে সমস্ত কলঙ্কের দায়। ফলে আবারও ছন্দে ফেরা খান পরিবারের।

4 / 5
সেই কঠিন অধ্যায় ভুলে তাই আবার ছন্দে ফেরার পথে পরিবার। এখন সেই প্রস্তুতিই তুঙ্গে। ছয় মাসের মাথায় আরিয়ান খানের মাথা থেকে সমস্ত অভিযোগ সরে যায়। তারপর থেকেই পরিবারের ছন্দে ফেরা শুরু।

সেই কঠিন অধ্যায় ভুলে তাই আবার ছন্দে ফেরার পথে পরিবার। এখন সেই প্রস্তুতিই তুঙ্গে। ছয় মাসের মাথায় আরিয়ান খানের মাথা থেকে সমস্ত অভিযোগ সরে যায়। তারপর থেকেই পরিবারের ছন্দে ফেরা শুরু।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla