Maria Sharapova: মা হলেন মাশা, ছেলের কী নাম রাখলেন শারাপোভা জানেন?
পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভার কোল আলো করে এল এক ফুটফুটে রাজপুত্র। পুত্রসন্তানের জন্ম দিলেন টেনিসের সুন্দরী মাশা। বৃটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরেছিলেন শারাপোভা। নিজের জন্মদিনে (১৯ এপ্রিল) সকলকে তাঁর প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন মাশা। এ বার ইন্সটাগ্রামে গিলকেসের সঙ্গে সদ্যোজাত ছেলেকে নিয়ে ছবি দিয়ে সকলকে সুখবর শোনালেন শারাপোভা। ছেলের কী নাম রাখলেন মাশা জানেন?
Most Read Stories