AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maria Sharapova: মা হলেন মাশা, ছেলের কী নাম রাখলেন শারাপোভা জানেন?

পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভার কোল আলো করে এল এক ফুটফুটে রাজপুত্র। পুত্রসন্তানের জন্ম দিলেন টেনিসের সুন্দরী মাশা। বৃটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরেছিলেন শারাপোভা। নিজের জন্মদিনে (১৯ এপ্রিল) সকলকে তাঁর প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন মাশা। এ বার ইন্সটাগ্রামে গিলকেসের সঙ্গে সদ্যোজাত ছেলেকে নিয়ে ছবি দিয়ে সকলকে সুখবর শোনালেন শারাপোভা। ছেলের কী নাম রাখলেন মাশা জানেন?

| Edited By: | Updated on: Jul 16, 2022 | 1:17 PM
Share
পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভার (Maria Sharapova) কোল আলো করে এল এক ফুটফুটে রাজপুত্র। পুত্রসন্তানের জন্ম দিলেন টেনিসের সুন্দরী মাশা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভার (Maria Sharapova) কোল আলো করে এল এক ফুটফুটে রাজপুত্র। পুত্রসন্তানের জন্ম দিলেন টেনিসের সুন্দরী মাশা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

1 / 5
বৃটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন শারাপোভা। বাগদত্তা গিলকেস ও সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে ছবি শেয়ার করে সকলকে সুখবর জানিয়েছেন মাশা। শারাপোভা ও গিলকেস তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছেন থিওডোর। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

বৃটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন শারাপোভা। বাগদত্তা গিলকেস ও সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে ছবি শেয়ার করে সকলকে সুখবর জানিয়েছেন মাশা। শারাপোভা ও গিলকেস তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছেন থিওডোর। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

2 / 5
সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে রুশ সুন্দরী ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "থিওডোর VII•I•MMXXII। ও আমাদের ছোট্ট পরিবারের কাছে সব চেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং মূল্যবান উপহার।" (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে রুশ সুন্দরী ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "থিওডোর VII•I•MMXXII। ও আমাদের ছোট্ট পরিবারের কাছে সব চেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং মূল্যবান উপহার।" (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

3 / 5
আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরেছিলেন শারাপোভা। নিজের জন্মদিনে (১৯ এপ্রিল) সকলকে তাঁর প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন মাশা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরেছিলেন শারাপোভা। নিজের জন্মদিনে (১৯ এপ্রিল) সকলকে তাঁর প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন মাশা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

4 / 5
সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের জন্মের খবর জানানোর পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের জন্মের খবর জানানোর পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

5 / 5