Moles on Body: বুকের ভাঁজে বা তলপেটের ঠিক নিচে তিল রয়েছে? শরীরে তিলের স্থানই বাতলে দেবে আপনার ভাগ্য ও স্বভাব
Samudrik Sashtra: দেহে তিল থাকাও শুভ বা অশুভ হিসেবে বর্ণনা করা রয়েছে সমুদ্রশাস্ত্রে। দেহে তিল বা আঁচিলের রঙেরও প্রভাব রয়েছে। কালো বা লাল রঙের তিল থাকলে কী কী হতে পারে? সমুদ্রশাস্ত্র মতে, শরীরে লাল রঙের তিল থাকা শুভ বলে মনে করা হয়। লাল তিল হল সম্পদ, প্রভাব, সমৃদ্ধি ও সুখের প্রতীক। সামদ্রিক শাস্ত্রেও শরীরে তিলের গুরুত্ব নিয়ে উল্লেখ রয়েছে। শরীরের কোন কোন জায়গায় তিল থাকলে কী কী হতে পারে. তা জানা দরকার। এমনকি তিলের প্রভাবে একজনের ভাগ্যও খুলে যেতে পারে।
Most Read Stories