ফ্লোরিনা মেসিনা। ইতালির জনপ্রিয় ক্রীড়া সঞ্চালিকাদের মধ্যে একজন। তুখোড় সঞ্চালনা এবং চোখ ধাঁধানো গ্ল্যামারে ক্রীড়াপ্রেমীদের রাতের ঘুম কাড়তে যথেষ্ট। চ্যানেল ৯-এর হয়ে সিরি এ টুর্নামেন্ট কভার করতে দেখা যায় তাঁকে।
মার্কিন টেলিভিশন ফেম কিম কার্দাশিয়ানের মতো দেখতে মেসিনাকে। তাই ভিসুভিয়াসের কিম কার্দাশিয়ান বলেও ডাকা হয় তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)
১৯৮৯ সালে ইতালিতে জন্ম মেসিনার। তবে কলম্বিয়ার সঙ্গেও তাঁর গভীর যোগাযোগ রয়েছে। ৩৩ বছরের মেসিনা নাপোলি ফুটবল ক্লাবের একনিষ্ঠ ভক্ত। (ছবি:ইনস্টাগ্রাম)
ইনস্টাগ্রামে ফ্লোরিনা মেসিনার অনুরাগীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। নাপোলির ফুটবলার ও ফুটবলপ্রেমীদের কাছে চোখের আরাম তাঁর ইনস্টা পেজ।(ছবি:ইনস্টাগ্রাম)
মেসিনার খ্যাতি এখন ইতালির বাইরেও ছড়িয়ে পড়েছে। বিবিসি-র জনপ্রিয় অনুষ্ঠান 'ম্যাচ অব দ্য ডে'-তে গ্যারি লিনেকারের পরিবর্তে সঞ্চালক হিসেবে মেসিনাকে দেখতে চেয়ে বসে প্রিমিয়র লিগ ফ্যানরা! (ছবি:ইনস্টাগ্রাম)