AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

England’s Richest Person: ইংল্যান্ডের রানিকেও ছাপিয়ে গিয়েছেন সম্পদে! ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তি এই ভারতীয়কে চেনেন?

Gopichand Hinduja: সময়ের চাকা সব সময় ঘোরে। তার প্রমাণ যেন মিলল আর একবার। এক সময়ে ভারতে রাজ করা ব্রিটিনের বর্তমানে সবচেয়ে ধনী ব্যক্তি একজন ভারতীয়। যার মোট সম্পত্তির পরিমাণ ব্রিটেনের রানির থেকেও বেশি। কে তিনি?

| Updated on: May 20, 2025 | 9:00 PM
প্রায় ২০০ বছর ভারতে রাজ করেছে ব্রিটিশরা। এই দুশো বছরে যেমন চলেছে অত্যাচার, তেমনই পাল্লা দিয়ে চলেছে লুঠতরাজ। দেশের বহু মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে ভারতের। তবে সময় পালটেছে। সময়ের চাকা সব সময় ঘোরে। তার প্রমাণ যেন মিলল আর একবার। এক সময়ে ভারতে রাজ করা ব্রিটিনের বর্তমানে সবচেয়ে ধনী ব্যক্তি একজন ভারতীয়। যার মোট সম্পত্তির পরিমাণ ব্রিটেনের রানির থেকেও বেশি। কে তিনি?

প্রায় ২০০ বছর ভারতে রাজ করেছে ব্রিটিশরা। এই দুশো বছরে যেমন চলেছে অত্যাচার, তেমনই পাল্লা দিয়ে চলেছে লুঠতরাজ। দেশের বহু মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে ভারতের। তবে সময় পালটেছে। সময়ের চাকা সব সময় ঘোরে। তার প্রমাণ যেন মিলল আর একবার। এক সময়ে ভারতে রাজ করা ব্রিটিনের বর্তমানে সবচেয়ে ধনী ব্যক্তি একজন ভারতীয়। যার মোট সম্পত্তির পরিমাণ ব্রিটেনের রানির থেকেও বেশি। কে তিনি?

1 / 8
টাইমস ম্যাগাজিনের ২০২৫ সালের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সবার উপরে রয়েছেন এক ভারতীয়। টাইমস রিচ লিস্ট ২০২৫-এর শীর্ষে আছেন গোপীচাঁদ হিন্দুজা এবং হিন্দুজা পরিবার। এই পরিবারের মোট সম্পত্তি ৩৩.৬৭ লক্ষ কোটি টাকা। বর্তমানে গোপীচাঁদের বয়স ৮৫ বছর।

টাইমস ম্যাগাজিনের ২০২৫ সালের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সবার উপরে রয়েছেন এক ভারতীয়। টাইমস রিচ লিস্ট ২০২৫-এর শীর্ষে আছেন গোপীচাঁদ হিন্দুজা এবং হিন্দুজা পরিবার। এই পরিবারের মোট সম্পত্তি ৩৩.৬৭ লক্ষ কোটি টাকা। বর্তমানে গোপীচাঁদের বয়স ৮৫ বছর।

2 / 8
দ্বিতীয় স্থানে থাকা ডেভিড ও সিমন পরিবারকেও পিছনে ফেলে দিয়েছে হিন্দুজা পরিবার। এই পরিবার থেকে ৮ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে হিন্দুজাদের কাছে। ট্রাকিং, লুব্রিকেন্ট, ব্যাঙ্কিং এবং কেবল টেলিভিশন সেক্টরের জায়ান্ট হিন্দুজা গ্রুপও এই পরিবারেরই।

দ্বিতীয় স্থানে থাকা ডেভিড ও সিমন পরিবারকেও পিছনে ফেলে দিয়েছে হিন্দুজা পরিবার। এই পরিবার থেকে ৮ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে হিন্দুজাদের কাছে। ট্রাকিং, লুব্রিকেন্ট, ব্যাঙ্কিং এবং কেবল টেলিভিশন সেক্টরের জায়ান্ট হিন্দুজা গ্রুপও এই পরিবারেরই।

3 / 8
প্রসঙ্গত, বলে রাখা ভাল, গত চার বছর ধরেই এই তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেন নিবাসী হিন্দুজা পরিবার। ২০২৩ সালে গোপীচাঁদের বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজার মৃত্যু হলে চেয়ারম্যান পদে বসেন তিনি। লন্ডনের রিয়েল এস্টেট সেক্টরে আধিপত্য রয়েছে এই হিন্দুজা গ্রুপের। এমনকি হোয়াইট হাউসের ঐতিহাসিক ওল্ড ওয়্যার অফিস বিল্ডিংয়ে অবস্থিত রাফেলস লন্ডন হোটেলটিও হিন্দুজা গ্রুপের।

প্রসঙ্গত, বলে রাখা ভাল, গত চার বছর ধরেই এই তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেন নিবাসী হিন্দুজা পরিবার। ২০২৩ সালে গোপীচাঁদের বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজার মৃত্যু হলে চেয়ারম্যান পদে বসেন তিনি। লন্ডনের রিয়েল এস্টেট সেক্টরে আধিপত্য রয়েছে এই হিন্দুজা গ্রুপের। এমনকি হোয়াইট হাউসের ঐতিহাসিক ওল্ড ওয়্যার অফিস বিল্ডিংয়ে অবস্থিত রাফেলস লন্ডন হোটেলটিও হিন্দুজা গ্রুপের।

4 / 8
মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে গোপীচাঁদ হিন্দুজা ১৯৫৯ সালে স্নাতক হন। এর পর ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন গোপীচাঁদ। এরপর লন্ডনের রিচমন্ড কলেজ থেকে অর্থনীতি নিয়েও পিএইচডি করেন তিনি। তারপর নিজের ব্যবসা শুরু করেন।

মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে গোপীচাঁদ হিন্দুজা ১৯৫৯ সালে স্নাতক হন। এর পর ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন গোপীচাঁদ। এরপর লন্ডনের রিচমন্ড কলেজ থেকে অর্থনীতি নিয়েও পিএইচডি করেন তিনি। তারপর নিজের ব্যবসা শুরু করেন।

5 / 8
গোপীচাঁদের নেতৃত্বেই হিন্দুজা গ্রুপ ১৯৮৪ সালে গালফ অয়েল অধীগ্রহণ করে। এখানেই শেষ নয়, ৩ বছর পরেই অশোক লেল্যান্ড অধীগ্রহণ করে হিন্দুজারা। বর্তমানে গোপীচাঁদ লন্ডনেই থাকেন। ছোট ভাই প্রকাশ হিন্দুজা থাকেন মোনাকোয়। কনিষ্ঠতম ভাই অশোক হিন্দুজা থাকেন মুম্বইতে। ভারতে হিন্দুজার গ্রুপের ব্যবসার দায়িত্বও তাঁর কাঁধেই।

গোপীচাঁদের নেতৃত্বেই হিন্দুজা গ্রুপ ১৯৮৪ সালে গালফ অয়েল অধীগ্রহণ করে। এখানেই শেষ নয়, ৩ বছর পরেই অশোক লেল্যান্ড অধীগ্রহণ করে হিন্দুজারা। বর্তমানে গোপীচাঁদ লন্ডনেই থাকেন। ছোট ভাই প্রকাশ হিন্দুজা থাকেন মোনাকোয়। কনিষ্ঠতম ভাই অশোক হিন্দুজা থাকেন মুম্বইতে। ভারতে হিন্দুজার গ্রুপের ব্যবসার দায়িত্বও তাঁর কাঁধেই।

6 / 8
হিন্দুজা ভাইদের মধ্যে সম্পত্তি নিয়েও বিরোধ শুরু হয় এক সময়ে। সেই সময় হিন্দুজা পরিবারকে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। অবশেষে ২০২২ সালের নভেম্বরে এই দীর্ঘ অশান্তির অবসান হয়। হিন্দুজা ভাইরাই এই বিরোধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। ইউরোপ জুড়ে চলা মামলা বন্ধ করতে সম্মত হন। একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করাকেই উপযুক্ত মনে করেন।

হিন্দুজা ভাইদের মধ্যে সম্পত্তি নিয়েও বিরোধ শুরু হয় এক সময়ে। সেই সময় হিন্দুজা পরিবারকে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। অবশেষে ২০২২ সালের নভেম্বরে এই দীর্ঘ অশান্তির অবসান হয়। হিন্দুজা ভাইরাই এই বিরোধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। ইউরোপ জুড়ে চলা মামলা বন্ধ করতে সম্মত হন। একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করাকেই উপযুক্ত মনে করেন।

7 / 8
এখানে একটা কথা না বললেই নয়। গত এক বছরে হিন্দুজা গ্রুপের ব্যবসায় ব্যপক ক্ষতি হয়েছে। হিসাব বলছে ২০২৪ সালে যখন হিন্দুজা গ্রুপ টাইমস রিচ লিস্টে শীর্ষে ছিল, সেই সময় তাঁদের মোট সম্পত্তি যা ছিল তার থেকে ২০২৫ সালে প্রায় ২ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও শীর্ষে হিন্দুজা গ্রুপ।  (সব ছবি - Getty Images)

এখানে একটা কথা না বললেই নয়। গত এক বছরে হিন্দুজা গ্রুপের ব্যবসায় ব্যপক ক্ষতি হয়েছে। হিসাব বলছে ২০২৪ সালে যখন হিন্দুজা গ্রুপ টাইমস রিচ লিস্টে শীর্ষে ছিল, সেই সময় তাঁদের মোট সম্পত্তি যা ছিল তার থেকে ২০২৫ সালে প্রায় ২ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও শীর্ষে হিন্দুজা গ্রুপ। (সব ছবি - Getty Images)

8 / 8
Follow Us: