Tokyo Olympics 2020: সাত তারার আকাশ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 08, 2021 | 1:33 PM
টোকিও অলিম্পিক (Tokyo Olympics) শুরুর আগে অনেকেই আশা করেছিলেন ভারতের এ বার পদক সংখ্যা দুই অঙ্ক ছুঁতে পারে। বাস্তবে তা হয়নি। কিন্তু যা হয়েছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লন্ডন অলিম্পিককে ছাপিয়ে গেছে টোকিও অলিম্পিক। এ বারের অলিম্পিক থেকে সাতটি পদক এসেছে ভারতে। এক নজরে দেখে নিন ভারতের পদকজয়ীদের...
1 / 7
নীরজ চোপড়া (জ্যাভলিন)- টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ২৩ বছর বয়সী নীরজ চোপড়া (Neeraj Chopra)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে তিনিই ভারতকে প্রথম সোনা এনে দিলেন।
2 / 7
মীরাবাই চানু (ভারোত্তলন)- টোকিও অলিম্পিক থেকে ভারতকে প্রথম পদক এনে দেন মীরাবাই চানু (Mirabai Chanu)। মহিলাদের ভারোত্তলনে ৪৯কেজি বিভাগে রুপো অর্জন করেন তিনি।
3 / 7
রবি কুমার দাহিয়া (কুস্তি)- ২৩ বছর বয়সী ভারতীয় কুস্তিগির রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) টোকিও অলিম্পিক থেকে ভারতকে কুস্তিতে প্রথম পদক এনে দেন। ছেলেদের ৫৭কেজি ফ্রিস্টাইল বিভাগে রুপো অর্জন করেন রবি কুমার দাহিয়া।
4 / 7
পিভি সিন্ধু (ব্যাডমিন্টন)- টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক অর্জন করেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। রিওর পর টোকিওতেও পদক অর্জন করে, পরপর দু'বার অলিম্পিক পদক জয়ী ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়েন তিনি।
5 / 7
ভারতীয় পুরুষ হকি দল- টোকিও অলিম্পিক থেকে খালি হাতে ফেরেননি ভারতীয় পুরুষ হকি দলের (Indian men’s hockey team) প্লেয়াররা। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে, ৪১ বছর পর ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
6 / 7
লভলিনা বোরগোহিন (বক্সিং)- টোকিও অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ের ৬৯কেজি ওয়েল্টার ওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। তিনি তৃতীয় ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে পদক অর্জন করলেন।
7 / 7
বজরং পুনিয়া (কুস্তি)- টোকিও অলিম্পিকে কুস্তি থেকে ভারতকে দ্বিতীয় পদক এনে দেন বজরং পুনিয়া (Bajrang Punia)। ছেলেদের ৬৫কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পদক অর্জন করেন বজরং।