Tokyo Olympics 2020: ফিরে দেখা সূর্যোদয়ের দেশে রুপোর মেয়ে চানুর সফর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 09, 2021 | 8:47 AM

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতের অভিযান শুরুর দিনই, প্রথম পদক এনে দেন মীরাবাই চানু (Mirabai Chanu)। ভারোত্তলনে মেয়েদের ৪৯কেজি বিভাগে রুপো অর্জন করেন তিনি। ছবিতে ফিরে দেখা রুপোর মেয়ে চানুর টোকিও সফর...

1 / 4
ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচ রাউন্ডে ৮৭ পয়েন্ট পান চানু।

ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচ রাউন্ডে ৮৭ পয়েন্ট পান চানু।

2 / 4
ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে মীরাবাই বরাবরই ফেভারিট ছিলেন। এর আগে তিনি ১১৯ কেজি তুলে রেকর্ডও গড়েছিলেন।

ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে মীরাবাই বরাবরই ফেভারিট ছিলেন। এর আগে তিনি ১১৯ কেজি তুলে রেকর্ডও গড়েছিলেন।

3 / 4
ক্লিন অ্যান্ড জার্কে রাউন্ডে ১১৭ কেজি তোলার জন্য চেষ্টা করেছিলেন তিনি। তবে ব্যর্থ হন চানু। সেই রাউন্ডে তিনি শেষ পর্যন্ত ১১৫ কেজি তোলেন।

ক্লিন অ্যান্ড জার্কে রাউন্ডে ১১৭ কেজি তোলার জন্য চেষ্টা করেছিলেন তিনি। তবে ব্যর্থ হন চানু। সেই রাউন্ডে তিনি শেষ পর্যন্ত ১১৫ কেজি তোলেন।

4 / 4
স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক এই দুই রাউন্ড মিলিয়ে ২০২ পয়েন্ট পেয়ে রুপো অর্জন করেন চানু।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক এই দুই রাউন্ড মিলিয়ে ২০২ পয়েন্ট পেয়ে রুপো অর্জন করেন চানু।

Next Photo Gallery