Champions League: চিনে নিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট দলের সুন্দরী ওয়াগসদের
সামনেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফাইনাল। খেতাব জয়ের লড়াইয়ে ফ্রান্সে শনিবার রাতে মুখোমুখি হতে চলেছে লিভারপুল (Liverpool) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রেডসরা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের জন্য ঝাঁপাবে। অন্যদিকে চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সবথেকে সফল দল রিয়াল মাদ্রিদ ১৩তম খেতাবের আশায় নামবে। ফাইনালের লড়াইয়ে মাঠের মধ্যে যেমন নজর থাকবে, মাঠের বাইরেও বেশ কয়েকজনের ওপর নজর থাকবে। বলা ভালো ফাইনালে বিশেষ নজর থাকবে হাই প্রোফাইল ফুটবলারদের ওয়াগসদের ওপরও। ছবিতে দেখে নেওয়া যাক দুই দলের কয়েকজন ফুটবলারদের ওয়াগসদের..