Roger Federer: সাম্প্রাস ‘বধ’ থেকে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম, যে মুহূর্তগুলিকে আঁকড়ে থাকবেন রজার প্রেমীরা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 17, 2022 | 9:34 AM
২৪ বছরের কেরিয়ার, ১ হাজার ৫২৬টি ম্যাচ। কতশত স্মৃতি, কত মুহূর্ত। গুনে শেষ করা যায় না। দুই দশকের বেশি সময় ধরে চলা এই বর্ণময় কেরিয়ারে মাত্র পাঁচ, ছয়টি স্মরণীয় মুহূর্ত তুলে ধরা খুবই মুশকিল। তার মধ্যেও রজার ফেডেরারের কেরিয়ারের যে মুহূর্তগুলি টেনিসপ্রেমীরা আঁকড়ে ধরে রাখতে চাইবেন। তুলে ধরা হল এখানে।
1 / 7
২৪ বছরের কেরিয়ার, ১ হাজার ৫২৬টি ম্যাচ। কতশত স্মৃতি, কত মুহূর্ত। গুনে শেষ করা যায় না। দুই দশকের বেশি সময় ধরে চলা এই বর্ণময় কেরিয়ারে মাত্র পাঁচ, ছয়টি স্মরণীয় মুহূর্ত তুলে ধরা খুবই মুশকিল। তার মধ্যেও রজার ফেডেরারের কেরিয়ারের যে মুহূর্তগুলি টেনিসপ্রেমীরা আঁকড়ে ধরে রাখতে চাইবেন। তুলে ধরা হল এখানে। (ছবি: টুইটার)
2 / 7
সাম্প্রাস 'বধ': চ্যাম্পিয়নদের আগমন বোধহয় এভাবেই ঘটে। ঘাসের কোর্টের রাজা পিট সাম্প্রাসকে হারিয়ে চমকে দিয়েছিলেন ১৯ বছরের রজার ফেডেরার। সাম্প্রাস তখন বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড়। ২০০১ সালের উইম্বলডনে টানা পঞ্চমবারের খেতাব জয়ের লক্ষ্যে নামা সাম্প্রাসকে পাঁচ সেটের গেমে হারিয়ে দেন। রজারের হাতে শেষ হয়ে যায় সাম্প্রাস যুগ। (ছবি: টুইটার)
3 / 7
প্রথম গ্র্যান্ড স্লাম: ২০০১ সালে যা করতে পারেননি বছর দুয়েকের মধ্যে উইম্বলডনে তা অর্জন করে ফেললেন। ২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। উইম্বলডনের ঘাসের কোর্টের সঙ্গে সখ্যতার শুরু সেদিন থেকেই। (ছবি: টুইটার)
4 / 7
পয়লা নম্বর: উইম্বলডন জয়ের পর রজারের পরবর্তী লক্ষ্য ছিল বিশ্বের এক নম্বর টেনিস তারকা হওয়া। ২০০৪ সালের অস্ট্রেলিয়া ওপেন থেকে শুরু হয়েছিল দৌড়। মেলবোর্নে জয়ের পরই ব়্যাঙ্কিংয়ের সিংহাসনে আসীন হন। সেবছর উইম্বলডন এবং ইউএস ওপেন খেতাব জেতেন। পরবর্তী পাঁচবছরের জন্য এই ট্রেন্ড চলেছিল। (ছবি: টুইটার)
5 / 7
লাল মাটিতে দাপট: রাফার ডেরায় রজারের হানা। সালটা ২০০৯। হার্ড কোর্ট, সবুজ কোর্টে ফেডেরারের জাদু ছড়ালেও লাল সুরকির কোর্টে নাদালের কাছে কিছুতেই পেরে উঠছিলেন না। সেবছর অধরা মাধুরীও নিজের কব্জায় করে নেন ফেডেরার। রোলাঁ গ্যারোর জয়ে সেবছর কেরিয়ার গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করে ফেলেন ফেড এক্সপ্রেস। (ছবি: টুইটার)
6 / 7
রাফা বনাম রডিক: ফরাসি ওপেন জিতেই ছেলেদের সিঙ্গলসে আদর্শ পিট সাম্প্রাসের সর্বকালের সেরা গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেন ফেডেরার। সাম্প্রাসকে অতিক্রম করতে উইম্বলডন জয়ের দিকে নজর দেন। জানেন কী কেরিয়ারের অন্যতম কঠিন গ্র্যান্ড স্লাম ফাইনাল কার বিরুদ্ধে খেলেছেন ফেডেরার? নাদাল নন, তিনি হলেন অ্যান্ডি রডিক। পাঁচ সেটের সেই ম্যারাথন ম্যাচ উইম্বলডনের সর্বকালের সেরা ফাইনাল ম্যাচ। (ছবি: টুইটার)
7 / 7
২০তম গ্র্যান্ড স্লাম: ২০১৮ সালের অস্ট্রেলিয়া ওপেন। ফেডেরারের কেরিয়ারের ২০তম তথা শেষ গ্র্যান্ড স্ল্যাম। (ছবি: টুইটার)