Mike Tyson: ৫৫ বছর বয়সে রিংয়ে কামব্যাক করার জন্য কী করছেন মাইক টাইসন জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 29, 2022 | 10:10 AM

মাইক টাইসন (Mike Tyson) পেশাদার হেভিওয়েট বক্সিংয়ের (Boxing) অন্যতম জনপ্রিয় নাম। ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মাইক হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বের এক নম্বর তারকা ছিলেন। তবে মাইক টাইসনের কেরিয়ারে জুড়ে গিয়েছিল একাধিক বিতর্ক। ১৯৯২ সালে ধর্ষণের অভিযোগে ৬ বছরের জন্য তাঁর কারাদণ্ড হয়েছিল। রিংয়ের মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে নির্বাসিতও হন তিনি। একাধিকবার তাঁর নামের সঙ্গে বিতর্ক জড়িয়েছে। তাও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ২০০৫ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন। তবে শোনা যাচ্ছে ফের বক্সিং রিং মাতাতে দেখা যেতে পারে আয়রন মাইককে।

1 / 4
জানা গিয়েছে ৫৫ বছরের মাইক টাইসন চলতি বছর রিংয়ে কামব্যাক করতে পারেন।

জানা গিয়েছে ৫৫ বছরের মাইক টাইসন চলতি বছর রিংয়ে কামব্যাক করতে পারেন।

2 / 4
আয়রন মাইক নামে খ্যাত মাইক টাইসন রিংয়ে কামব্যাক করার জন্য মেক্সিকান সাপ্লিমেন্ট ব্যবহার করছেন।

আয়রন মাইক নামে খ্যাত মাইক টাইসন রিংয়ে কামব্যাক করার জন্য মেক্সিকান সাপ্লিমেন্ট ব্যবহার করছেন।

3 / 4
মেক্সিকান সাপ্লিমেন্টের পাশাপাশি ইলেকট্রিক্যাল মাসকুলার স্টিমুলেশনের সাহায্যও নিচ্ছেন মাইক টাইসন। প্রো ফাইটিংয়ে ইলেকট্রিক্যাল মাসকুলার স্টিমুলেশন অবৈধ নয়।

মেক্সিকান সাপ্লিমেন্টের পাশাপাশি ইলেকট্রিক্যাল মাসকুলার স্টিমুলেশনের সাহায্যও নিচ্ছেন মাইক টাইসন। প্রো ফাইটিংয়ে ইলেকট্রিক্যাল মাসকুলার স্টিমুলেশন অবৈধ নয়।

4 / 4
জল্পনা তৈরি হয়েছে যে, টাইসনের কামব্যাক ম্যাচে তিনি জ্যাক পলকে তাঁর প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন।

জল্পনা তৈরি হয়েছে যে, টাইসনের কামব্যাক ম্যাচে তিনি জ্যাক পলকে তাঁর প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন।

Next Photo Gallery