Bangla NewsPhoto gallery Mike Tyson ‘taking Mexican supplements’ and electrical muscle stimulation ahead of ring return talk aged 55
Mike Tyson: ৫৫ বছর বয়সে রিংয়ে কামব্যাক করার জন্য কী করছেন মাইক টাইসন জানেন?
মাইক টাইসন (Mike Tyson) পেশাদার হেভিওয়েট বক্সিংয়ের (Boxing) অন্যতম জনপ্রিয় নাম। ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মাইক হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বের এক নম্বর তারকা ছিলেন। তবে মাইক টাইসনের কেরিয়ারে জুড়ে গিয়েছিল একাধিক বিতর্ক। ১৯৯২ সালে ধর্ষণের অভিযোগে ৬ বছরের জন্য তাঁর কারাদণ্ড হয়েছিল। রিংয়ের মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে নির্বাসিতও হন তিনি। একাধিকবার তাঁর নামের সঙ্গে বিতর্ক জড়িয়েছে। তাও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ২০০৫ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন। তবে শোনা যাচ্ছে ফের বক্সিং রিং মাতাতে দেখা যেতে পারে আয়রন মাইককে।