Mine Tourism: খনির ভিতরে পর্যটন! ভিড় জমান উৎসাহীরা, দেখুন তাক লাগানো ছবি

Western Coalfields Limited, India- খনি পর্যটনে নাম লিখিয়েছে ভারতও। Maharashtra Tourism Development Corporation এবং Western Coalfields Limited- এর যৌথ উদ্যোগে খনিতে পর্যটন শুরু হয়েছে দেশে।

| Edited By: | Updated on: Jul 14, 2021 | 8:34 PM
Mine Tourism বা খনি পর্যটনের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নন। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য খনি। আর তার ভিতরগুলো সাজানো হয়েছিল রাজকীয়। সবই ব্যবহার হয় পর্যটনের কথা মাথায় রেখে। ভিড় জমান পর্যটকরাও।

Mine Tourism বা খনি পর্যটনের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নন। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য খনি। আর তার ভিতরগুলো সাজানো হয়েছিল রাজকীয়। সবই ব্যবহার হয় পর্যটনের কথা মাথায় রেখে। ভিড় জমান পর্যটকরাও।

1 / 7
Wieliczka Salt Mine, Poland- পোল্যান্ডের এই খনির ভিতরের অংশ দেখলে কার্যত অবাক হয়ে যাবেন। সুদৃশ্য ঝাড়বাতির আলোয় একে কোনও রাজপ্রাসাদের তুলনায় কম লাগে না। নুনের এই খনি অতি প্রাচীন। ইউনেসকোর 'ওয়ার্ল্ড হেরিটেজ'- এর তালিকায় স্থান পেয়েছেন এই খনি।

Wieliczka Salt Mine, Poland- পোল্যান্ডের এই খনির ভিতরের অংশ দেখলে কার্যত অবাক হয়ে যাবেন। সুদৃশ্য ঝাড়বাতির আলোয় একে কোনও রাজপ্রাসাদের তুলনায় কম লাগে না। নুনের এই খনি অতি প্রাচীন। ইউনেসকোর 'ওয়ার্ল্ড হেরিটেজ'- এর তালিকায় স্থান পেয়েছেন এই খনি।

2 / 7
Salina Turda, Romania- রোমানিয়ার এই অতি প্রাচীন খনিও নুনের খনি। ১৯৯২ সাল থেকে এখানে পর্যটন শুরু হয়েছে। এখানে প্রবেশের জন্য মাটির নীচে প্রায় ১২০ মিটার নামতে হয় পর্যটকদের। স্পা এবং ওয়েলনেস সেন্টারও রয়েছে এই খনির ভিতর।

Salina Turda, Romania- রোমানিয়ার এই অতি প্রাচীন খনিও নুনের খনি। ১৯৯২ সাল থেকে এখানে পর্যটন শুরু হয়েছে। এখানে প্রবেশের জন্য মাটির নীচে প্রায় ১২০ মিটার নামতে হয় পর্যটকদের। স্পা এবং ওয়েলনেস সেন্টারও রয়েছে এই খনির ভিতর।

3 / 7
Khewra Salt Mine, Pakistan- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নুনের এই খনি রয়েছে পাকিস্তানে। পিঙ্কিশ হিমালয়ান সল্ট পাওয়া যায় এই খনিতে।

Khewra Salt Mine, Pakistan- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নুনের এই খনি রয়েছে পাকিস্তানে। পিঙ্কিশ হিমালয়ান সল্ট পাওয়া যায় এই খনিতে।

4 / 7
Dolaucothi Gold Mines, Wales- খাওয়াদাওয়া থেকে শপিং, সবকিছুর বন্দোবস্ত রয়েছে এই সোনার খনিতে। এখানে ২ হাজার বছরের পুরনো রোমান মাইনিং পদ্ধতি ব্যবহার করে ঢুকতে হয়। একবার পা দিলে সরাসরি ১৯৩০ সালে ফিরে যাবেন আপনি।

Dolaucothi Gold Mines, Wales- খাওয়াদাওয়া থেকে শপিং, সবকিছুর বন্দোবস্ত রয়েছে এই সোনার খনিতে। এখানে ২ হাজার বছরের পুরনো রোমান মাইনিং পদ্ধতি ব্যবহার করে ঢুকতে হয়। একবার পা দিলে সরাসরি ১৯৩০ সালে ফিরে যাবেন আপনি।

5 / 7
Falun Mine, Sweden- বহু বছর ধরে ইউরোপের বৃহত্তম তামার খনি ছিল এটি। প্রায় ৭০ শতাংশ তামা আসত এই খনি থেকেই। তবে বর্তমানে ইউনেসকোর এই ওয়ার্ল্ড হেরিটেজ পাবলিক মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়।

Falun Mine, Sweden- বহু বছর ধরে ইউরোপের বৃহত্তম তামার খনি ছিল এটি। প্রায় ৭০ শতাংশ তামা আসত এই খনি থেকেই। তবে বর্তমানে ইউনেসকোর এই ওয়ার্ল্ড হেরিটেজ পাবলিক মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়।

6 / 7
Western Coalfields Limited, India- খনি পর্যটনে নাম লিখিয়েছে ভারতও। Maharashtra Tourism Development Corporation এবং Western Coalfields Limited- এর যৌথ উদ্যোগে খনিতে পর্যটন শুরু হয়েছে দেশে। সাওনের এবং গোন্দেগাঁও এই দুই খনিতে এখন পর্যটনের জন্য ঢুকতে পারেন সাধারণ মানুষ। ভিতরে রয়েছে ইকো পার্কের মতো বন্দোবস্ত।

Western Coalfields Limited, India- খনি পর্যটনে নাম লিখিয়েছে ভারতও। Maharashtra Tourism Development Corporation এবং Western Coalfields Limited- এর যৌথ উদ্যোগে খনিতে পর্যটন শুরু হয়েছে দেশে। সাওনের এবং গোন্দেগাঁও এই দুই খনিতে এখন পর্যটনের জন্য ঢুকতে পারেন সাধারণ মানুষ। ভিতরে রয়েছে ইকো পার্কের মতো বন্দোবস্ত।

7 / 7
Follow Us: