CWG 2022: চোটে সোনা হাতছাড়া, সারগর কেমন আছেন, সংকেত দিলেন চানু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 08, 2022 | 8:30 AM

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন সংকেত সারগর। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তিনি। অল্পের জন্য সোনা হাত থেকে ফস্কে গিয়েছিল তাঁর। আসলে, ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান সংকেত। এখন কেমন আছেন সংকেত? সেই খবর জানালেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু।

1 / 5
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন সংকেত সারগর (Sanket Sargar)। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তিনি। অল্পের জন্য সোনা হাত থেকে ফস্কে গিয়েছিল তাঁর। আসলে, ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান সংকেত। এখন কেমন আছেন সংকেত? সেই খবর জানালেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন সংকেত সারগর (Sanket Sargar)। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তিনি। অল্পের জন্য সোনা হাত থেকে ফস্কে গিয়েছিল তাঁর। আসলে, ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান সংকেত। এখন কেমন আছেন সংকেত? সেই খবর জানালেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। (ছবি-পিটিআই)

2 / 5
কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তোলনে ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান ২০ বছরের সংকেত। তাঁকে মার্কিন যুক্তরাজ্যের চিকিৎসকরা অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। (ছবি-পিটিআই)

কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৫ কেজি বিভাগের ভারোত্তোলনে ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৪১ কেজি তুলতে গিয়ে ডান হাতের কুনুইয়ে চোট পান ২০ বছরের সংকেত। তাঁকে মার্কিন যুক্তরাজ্যের চিকিৎসকরা অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। (ছবি-পিটিআই)

3 / 5
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক যুক্তরাজ্যে ভারতীয় ভারোত্তোলক সংকেত সারগরের কনুইয়ের অস্ত্রোপচারের জন্য ৩০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। (ছবি-পিটিআই)

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক যুক্তরাজ্যে ভারতীয় ভারোত্তোলক সংকেত সারগরের কনুইয়ের অস্ত্রোপচারের জন্য ৩০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। (ছবি-পিটিআই)

4 / 5
সোশ্যাল মিডিয়ায় সারগরের চোটের সংকেত দেন এ বারের কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় তারকা ভারোত্তোলন মীরাবাঈ চানু। তিনি টুইটারে সংকেতের একটি ছবি পোস্ট করে লেখেন, "লন্ডনে আমাদের রুপোজয়ী সংকেত সারগারের কনুইয়ের অস্ত্রোপচারের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সরকারকে, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে ৷ কমনওয়েলথ গেমসে প্রতিযোগিতায় চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। ভারোত্তোলন ফেডারেশনের অনুরোধে, সরকার অবিলম্বে ওর জন্য অবিলম্বে তহবিল মঞ্জুর করেছে এবং ওর অস্ত্রোপচার করা হয়েছে।" (ছবি-মীরাবাঈ চানু টুইটার)

সোশ্যাল মিডিয়ায় সারগরের চোটের সংকেত দেন এ বারের কমনওয়েলথে সোনাজয়ী ভারতীয় তারকা ভারোত্তোলন মীরাবাঈ চানু। তিনি টুইটারে সংকেতের একটি ছবি পোস্ট করে লেখেন, "লন্ডনে আমাদের রুপোজয়ী সংকেত সারগারের কনুইয়ের অস্ত্রোপচারের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সরকারকে, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে ৷ কমনওয়েলথ গেমসে প্রতিযোগিতায় চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। ভারোত্তোলন ফেডারেশনের অনুরোধে, সরকার অবিলম্বে ওর জন্য অবিলম্বে তহবিল মঞ্জুর করেছে এবং ওর অস্ত্রোপচার করা হয়েছে।" (ছবি-মীরাবাঈ চানু টুইটার)

5 / 5
সংকেত সারগরের অস্ত্রোপচার সফল হয়েছে। এবং অস্ত্রোপচারের পর লন্ডনের হাসপাতালেই রয়েছেন তিনি। (ছবি-পিটিআই)

সংকেত সারগরের অস্ত্রোপচার সফল হয়েছে। এবং অস্ত্রোপচারের পর লন্ডনের হাসপাতালেই রয়েছেন তিনি। (ছবি-পিটিআই)

Next Photo Gallery