রবার্তো ফিরমিনোর জোড়া গোল এবং মোহামেদ সালাহর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় লিভারপুলের। বুধবার রাতে রেঞ্জার্সের বিরুদ্ধে ৭-১ গোলে বড় জয় লিভারপুলের। (ছবি:টুইটার)
শুরুতেই স্কটিশ দলটির বিরুদ্ধে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল যুর্গেন ক্লপের দল। হতাশ হয়ে পড়েন সমর্থকরা। শেষ পর্যন্ত মুখে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল সমর্থকরা। রবার্তো ফিরমিনোর গোল সমতায় ফেরায় দলকে। (ছবি:টুইটার)
বদলি হিসেবে নেমে মাত্র ৬ মিনিটে হ্যাটট্রিক করে গেলেন মোহামেদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি দ্রুততম হ্যাটট্রিক। প্রথম গোল ৭৫ মিনিটে। দ্বিতীয় ও তৃতীয় গোলটি ৮০ ও ৮১ মিনিটে। (ছবি:টুইটার)
দ্বিতীয়ার্ধে রেঞ্জার্সের জালে গুনে গুনে ছয়বার বল জড়িয়েছেন সালাহরা। সালাহ, ফিরমিনো ছাড়াও গোলগুলি এসেছে ডারউইন, নুনিয়েজ, হার্ভে এলিয়টের থেকে। (ছবি:টুইটার)
বড় ব্যবধানে জয় পেলেও ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট লিভারপুলের। নাপোলির একধাপ নীচেই রয়েছে তাঁরা। দলটির পয়েন্ট ১২। (ছবি:টুইটার)