Mohammad Azharuddin: দাদু হলেন আজহারউদ্দিন, ছোট্ট দুয়া আবার সানিয়ার আদরের বোনঝি

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 02, 2023 | 9:04 AM

দেশের প্রাক্তন ক্যাপ্টেন, স্টাইলিশ ব্যাটার এবং ভারতীয় ক্রিকেটের মহম্মদ একজন বিতর্কিত চরিত্র মহম্মদ আজহারউদ্দিন। রাজনীতিতে পা রেখেছিলেন। বর্তমানে ক্রিকেট প্রশাসক হিসেবে কাজ করছেন।

Feb 02, 2023 | 9:04 AM
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজহারউদ্দিনের পারিবারিক দিক থেকে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। ৫৯ বছরের প্রাক্তন ক্রিকেটার দাদু হয়ে গিয়েছেন।(ছবি:টুইটার)

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজহারউদ্দিনের পারিবারিক দিক থেকে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। ৫৯ বছরের প্রাক্তন ক্রিকেটার দাদু হয়ে গিয়েছেন।(ছবি:টুইটার)

1 / 8
 আজহারউদ্দিনের বড় ছেলে মহম্মদ আসাদউদ্দিন ও তাঁর স্ত্রী অনম মির্জা এক ফুটফুটে কন্যাসন্তানের অভিভাবক। বাড়ির এই নতুন সদস্যকে নিয়ে বেজায় উচ্ছ্বসিত তিনি। (ছবি:টুইটার)

আজহারউদ্দিনের বড় ছেলে মহম্মদ আসাদউদ্দিন ও তাঁর স্ত্রী অনম মির্জা এক ফুটফুটে কন্যাসন্তানের অভিভাবক। বাড়ির এই নতুন সদস্যকে নিয়ে বেজায় উচ্ছ্বসিত তিনি। (ছবি:টুইটার)

2 / 8
বাড়ি ফেরার পর ছোট্ট দুয়া'কে নিয়েই সময় কেটে যায় আজহারউদ্দিনের। ২০১১ সালে পথ দুর্ঘটনায় ছোট ছেলে মহম্মদ আয়াজউদ্দিনের মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েছিলেন আজ্জু। দুয়ার জন্মের পর তাঁর পরিবারের মুখে হাসি ফুটেছে। (ছবি:টুইটার)

বাড়ি ফেরার পর ছোট্ট দুয়া'কে নিয়েই সময় কেটে যায় আজহারউদ্দিনের। ২০১১ সালে পথ দুর্ঘটনায় ছোট ছেলে মহম্মদ আয়াজউদ্দিনের মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েছিলেন আজ্জু। দুয়ার জন্মের পর তাঁর পরিবারের মুখে হাসি ফুটেছে। (ছবি:টুইটার)

3 / 8
দুয়া শুধু আজহারের নাতনিই নয়, টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গেও তার বিশেষ সম্পর্ক রয়েছে। (ছবি:টুইটার)

দুয়া শুধু আজহারের নাতনিই নয়, টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গেও তার বিশেষ সম্পর্ক রয়েছে। (ছবি:টুইটার)

4 / 8
আসলে আজহারউদ্দিনের নাতনি হল সানিয়ার আদরের বোনঝি। সানিয়ার বোন অনম মির্জার মেয়ে। (ছবি:টুইটার)

আসলে আজহারউদ্দিনের নাতনি হল সানিয়ার আদরের বোনঝি। সানিয়ার বোন অনম মির্জার মেয়ে। (ছবি:টুইটার)

5 / 8
২০১৯ সালে আজহারউদ্দিনের ছেলে আসাদের সঙ্গে বিয়ে হয় অনমের। (ছবি:টুইটার)

২০১৯ সালে আজহারউদ্দিনের ছেলে আসাদের সঙ্গে বিয়ে হয় অনমের। (ছবি:টুইটার)

6 / 8
তাই সানিয়া ও আজহারউদ্দিনের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। সানিয়ার ছেলে ইজহান ও দুয়া'র এই ছবিটি পোস্ট করেছিলেন অনম। (ছবি:টুইটার)

তাই সানিয়া ও আজহারউদ্দিনের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। সানিয়ার ছেলে ইজহান ও দুয়া'র এই ছবিটি পোস্ট করেছিলেন অনম। (ছবি:টুইটার)

7 / 8
দুবাইয়ে থাকায় বোনঝিকে ভীষণ মিস করেন সানিয়া। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই বোনঝি ছবি পোস্ট করেন সদ্য অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনাল খেলা সানিয়া।(ছবি:টুইটার)

দুবাইয়ে থাকায় বোনঝিকে ভীষণ মিস করেন সানিয়া। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই বোনঝি ছবি পোস্ট করেন সদ্য অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনাল খেলা সানিয়া।(ছবি:টুইটার)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla