Monsoon tips: বর্ষায় বেড়েছে ব্রণর সমস্যা? তৈলাক্ত ও ব্রণ-প্রবণ ত্বকের জন্য রইল টিপস
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 13, 2022 | 9:16 PM
Acne-Pore Skin: বর্ষায় তৈলাক্ত ত্বক ও ব্রণ প্রবণ ত্বকের ব্যক্তিদের সমস্যা বেড়ে যায়। বৃষ্টির দিনে ব্রণর সমস্যা বেশি দেখা যায়। পাশাপাশি ত্বক হয়ে ওঠে অতিরিক্ত তেলতেলে। এই পরিস্থিতিতে কীভাবে যত্ন নেবেন ত্বকের? দেখে নিন...
1 / 6
বর্ষায় তৈলাক্ত ত্বক ও ব্রণ প্রবণ ত্বকের ব্যক্তিদের সমস্যা বেড়ে যায়। বৃষ্টির দিনে ব্রণর সমস্যা বেশি দেখা যায়। পাশাপাশি ত্বক হয়ে ওঠে অতিরিক্ত তেলতেলে। এই পরিস্থিতিতে কীভাবে যত্ন নেবেন ত্বকের? দেখে নিন...
2 / 6
ত্বক পরিষ্কার করতে ভুলবেন না। কিন্তু দিনে একাধিক বার ত্বক ধোওয়ার দরকার নেই। দিনে দু'বার হালকা কোনও ক্লিনজার ব্যবহার করে মুখ ধুয়ে নিন। জেল-বেসড ক্লিনজার ব্যবহার করার চেষ্টা করুন। ক্রিম-বেসড ক্লিনজার এড়িয়ে চলুন।
3 / 6
ত্বকের রোমকূপগুলো পরিষ্কার করার জন্য নিয়মিত ত্বক এক্সফোলিয়েট করুন। এতে ত্বকের উপরিতলে থাকা মরা কোষও দূর হয়ে যাবে। যেহেতু ত্বকে ব্রণ সমস্যার রয়েছে তাই হালকা স্ক্রাবার ব্যবহার করার চেষ্টা করুন। পাশাপাশি হালকা হাতে স্ক্রাব করুন।
4 / 6
ত্বককে হাইড্রেটেড রাখতে অবশ্যই টোনার ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন আপনার টোনার যেন অ্যালকোহল-মুক্ত হয়। এমন টোনার ব্যবহার করুন যাতে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে। এতে ত্বকের উপরিতলে জমে থাকা ময়লা দূর হয়ে যাবে এবং ত্বক সতেজ দেখাবে।
5 / 6
বর্ষা চলছে বলে সানস্ক্রিন ব্যবহার করবেন না-এমন ভুল একদম নয়। বরং বৃষ্টির দিনেও সানস্ক্রিন মেখে তবেই বাইরে বের হবেন। SPF 50 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করবে।
6 / 6
ঋতু যেমনই হোক, ত্বককে ভাল রাখতে গেলে হাইড্রেটেড রাখা জরুরি। এর জন্য দিনে ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন। এতে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে। পাশাপাশি ব্রণর সমস্যা কমে যাবে। এতে ত্বক ভাল থাকবে।