TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Aug 16, 2022 | 6:08 PM
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ১১ আগস্ট, ২০২২-এ বক্স অফিসে সংঘর্ষে লিপ্ত হয়েছিল আর তার ফলাফল জানা। উৎসবের মরশুমে মুক্তি পাওয়া একটি দীর্ঘ উইকেন্ড থাকা সত্ত্বেও, উভয় সিনেমারই বক্স অফিসে বিপর্যয়কর অবস্থা। দক্ষিণ ভারতীয় সিনেমার তুলনায় বলিউডের ছবিগুলো এখন বক্স অফিসে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে। বছর শেষ হতে বাকি ৪ মাস। এর মধ্যে বিগ বাজেট বেশ কয়েকটি ছবি আবার মুখোমুখি হবে, বলিউডে এখন আলোচনার বিষয় কী হবে তাদের ভবিষ্যৎ?
বলিউডের জন্য দিওয়ালি একটি বিশেষ দিন। এই বছর অক্ষয় কুমারের ‘রাম সেতু’ এবং অজয় দেবগন-সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ মুখোমুখি হচ্ছে। এই বছর বক্স অফিসের সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে অক্ষয়ের অবস্থা খুব খারাপ। তাঁর মুক্তি পাওয়া তিনটি ছবিই বক্স অফিসে অসফল। এদিকে ‘রাম সেতু’ ইতিমধ্যেই একটি বিতর্কে জড়িয়ে পড়েছে। একজন রাজনীতিবিদ অক্ষয় কুমার এবং রাম সেতুর প্রযোজকদের 'রাম সেতু ইস্যুতে মিথ্যাচার'-এর কারণে ক্ষতিপূরণ দাবি করেছে। অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ হিট হলেও, তা ছিল ওটিটি মুক্তি। কিন্তু অজয় দেবগনের সঙ্গে ‘রানওয়ে ৩৪’ ফ্লপ। দুটো ছবির ভবিষ্যৎ নিয়ে বলিউড সিনেমা মহলে রয়েছে চিন্তা।
নভেম্বরে ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টর অভিনীত ‘ফোন ভূত’-এর সঙ্গে অর্জুন কাপুর অভিনীত ‘কুত্তে’ মুখোমুখি। দুটি ছবিই ৪ নভেম্বর, ২০২২ মুক্তি পাচ্ছে৷ অর্জুন কাপুরের সর্বশেষ ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে অসফল। সিদ্ধান্ত চতুর্বেদীর মাল্টিস্টারার ‘গেহরাইয়াঁ’ বেশ সমাদৃত হয়েছিল। তবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জন্য দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী হয়েছে, তার উপর আমির-অক্ষয়ের ছবির অবস্থা দেখে এই ছবির প্রযোজকরা সংঘর্ষ এড়াবেন কি না তা দেখার বিষয়।
সিদ্ধার্থ মালহোত্রা ‘শেরশাহ’র পর এই বছর যে দুটো ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে ‘যোধা’ পুরোপরি তাঁর ছবি। অভিনেত্রী রূপে থাকছেন দিশা পাটানি এবং রাশি খান্না। ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবি। একই দিনে অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানির ‘উঁচাই’ও মুক্তি পাচ্ছে। এই দুটো ছবি নিয়েও কথা হচ্ছে।
অজয় দেবগনের ‘দৃষ্টিম ১’ সফল। এখন ছবির পার্ট ২ নিয়ে আসছেন অজয়। এই বছরের শুরুতে মুক্তি পাওয়া তাঁর ‘রানওয়ে ৩৪’ অসফল। তাঁর ‘দৃষ্টিম ২’ ছবির সঙ্গে একই দিনে রাজকুমার রাওয়ের ‘ভিড়’ মুক্তি পেতে চলেছে। ‘যোধা’ আর ‘উঁচাই’ মুক্তির এক সপ্তাহ পরই এই দুটো ছবি আসতে চলেছে, ফলে বক্স অফিসের ব্যবসার অবস্থা কী হবে তা নিয়ে চিন্তায় বলিউড।
দিওয়ালির পর বড়দিনের সপ্তাহকে সবসময়ই বলিউডের ছবি মুক্তির জন্য সেরা বলে মনে করা হয়। ‘দঙ্গল’, ‘টাইগার জিন্দা হ্যায়’সহ বলিউডের আরও অনেক বড় ছবি বড়দিনের সময় মুক্তি পেয়েছে, সফল হয়েছে, আবার অসফলও। বলিউডের এই বছর ফ্লপের হাল দেখে এই সময়টির দিকে তাকিয়ে ইন্ডাস্ট্রি। বড়দিনে রণবীর সিংয়ের ছবি ‘সার্কাস’ এবং টাইগার শ্রফের ছবি ‘গণপথ’ কী করবে জানতে আগ্রহী সকলেই।