ছবিতে দেখুন: পৃথিবীর সাতটি বিপজ্জনক বিমানবন্দর!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 04, 2021 | 3:16 PM

বেড়াতে যাওয়ার আগে অনেক কিছু প্ল্যান করি। কোথায় যাব, কী কী দেখার জায়গা রয়েছে সেখানে, হোটেল, টিকিট সব কিছুই আগে থেকে প্ল্যান করে চলি। কিন্ত আমরা কোনওদিন বিমানবন্দরের তাৎপর্য খুঁটিয়ে দেখিনা। পৃথিবীতে এমন কিছু বিমানবন্দর রয়েছে যার রানওয়ে যেমন বিপজ্জনক তেমনি অ্যাডভেঞ্চার পূর্ণ।

1 / 7
লুকলা বিমানবন্দর, নেপাল: সোলুখুম্বু জেলার খুম্বুতে অবস্থিত নেপালের লুকলা বিমানবন্দর। ২০০৮ সালের জানুয়ারি মাসে লুকলা নাম পরিবর্তন করে এই বিমানবন্দরের নাম হয় তেনজিং-হিলারি বিমানবন্দর। ৮০০০ ফুট উঁচুতে অবস্থিত এই বিমানবন্দর। ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসাবে এই নাম সবার প্রথমে রয়েছে।

লুকলা বিমানবন্দর, নেপাল: সোলুখুম্বু জেলার খুম্বুতে অবস্থিত নেপালের লুকলা বিমানবন্দর। ২০০৮ সালের জানুয়ারি মাসে লুকলা নাম পরিবর্তন করে এই বিমানবন্দরের নাম হয় তেনজিং-হিলারি বিমানবন্দর। ৮০০০ ফুট উঁচুতে অবস্থিত এই বিমানবন্দর। ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসাবে এই নাম সবার প্রথমে রয়েছে।

2 / 7
কৌরচেভেল বিমানবন্দর, ফ্রান্স: ফ্রান্সের এই বিমানবন্দরটি মাত্র ৫৩৭ মিটার সহ বিশ্বের অন্যতম সংক্ষিপ্ত রানওয়ের জন্য পরিচিত। আল্পস পর্বতমালায় কেউ যেতে চাইলে এই বিমানবন্দর দিয়েই যেতে হয়।

কৌরচেভেল বিমানবন্দর, ফ্রান্স: ফ্রান্সের এই বিমানবন্দরটি মাত্র ৫৩৭ মিটার সহ বিশ্বের অন্যতম সংক্ষিপ্ত রানওয়ের জন্য পরিচিত। আল্পস পর্বতমালায় কেউ যেতে চাইলে এই বিমানবন্দর দিয়েই যেতে হয়।

3 / 7
বাররা আন্তর্জাতিক বিমানবন্দর, স্কটল্যান্ড: সংক্ষিপ্ত রানওয়ে এবং অত্যন্ত বিপজ্জনক বাররা আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বাররা ইওলগ্যারি বিমানবন্দর নামেও পরিচিত।

বাররা আন্তর্জাতিক বিমানবন্দর, স্কটল্যান্ড: সংক্ষিপ্ত রানওয়ে এবং অত্যন্ত বিপজ্জনক বাররা আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বাররা ইওলগ্যারি বিমানবন্দর নামেও পরিচিত।

4 / 7
আগট্টি বিমানবন্দর, ভারত: এটি লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দর যা ৩৬টি স্থানীয় ভারতীয় পর্যটন দ্বীপকে পরিবেশন করে। আগট্টি এরোড্রোম নীল জলে উপস্থিত এক স্ট্রিপ জমি। স্ট্রিপটি মাত্র ৪,০০০ ফুট লম্বা, যা এই বিমানবন্দরকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

আগট্টি বিমানবন্দর, ভারত: এটি লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দর যা ৩৬টি স্থানীয় ভারতীয় পর্যটন দ্বীপকে পরিবেশন করে। আগট্টি এরোড্রোম নীল জলে উপস্থিত এক স্ট্রিপ জমি। স্ট্রিপটি মাত্র ৪,০০০ ফুট লম্বা, যা এই বিমানবন্দরকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

5 / 7
কই তাক বিমানবন্দর, হং কং: কই তাক ১৯৯৮ সাল পর্যন্ত হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। পরে এটি বন্ধ করে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিস্থাপিত হয়।

কই তাক বিমানবন্দর, হং কং: কই তাক ১৯৯৮ সাল পর্যন্ত হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। পরে এটি বন্ধ করে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিস্থাপিত হয়।

6 / 7
প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর, সেন্ট মার্টিন: প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর সেন্ট মার্টিন ক্যারিবিয়ান দ্বীপের প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দরটিও পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি।

প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর, সেন্ট মার্টিন: প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর সেন্ট মার্টিন ক্যারিবিয়ান দ্বীপের প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দরটিও পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি।

7 / 7
কঙ্গোনহাস বিমানবন্দর, ব্রাজিল: সাও পাওলো শহরে অবস্থিত কঙ্গোনহাস বিমানবন্দর। এই বিমানবন্দরটি ব্রাজিলের দ্বিতীয় ব্যস্ততম এবং বিপজ্জনক বিমানবন্দর।

কঙ্গোনহাস বিমানবন্দর, ব্রাজিল: সাও পাওলো শহরে অবস্থিত কঙ্গোনহাস বিমানবন্দর। এই বিমানবন্দরটি ব্রাজিলের দ্বিতীয় ব্যস্ততম এবং বিপজ্জনক বিমানবন্দর।

Next Photo Gallery