Instagramable Places in India: আপনি কি ইনস্টাগ্রাম ব্লগার? ছবি তোলার জন্য ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে

ঘুরতে ভালবাসেন? তার সঙ্গে ছোট ছোট মুহূর্ত গুলোকে ক্যামেরাবন্দী করেন- এর জন্য রইল এমন কিছু জায়গার সন্ধান যেখান থেকে আপনি সহজেই ঘুরে আসতে পারেন। আর যদি আপনি ইনস্টাগ্রাম ব্লগার হন, তাহলে আপনার জন্য সেরা পছন্দের জায়গা হতে পারে এরই মধ্যে একটি...

| Edited By: | Updated on: Oct 31, 2021 | 4:21 PM
বারাণসী: বারাণসীর গঙ্গাঘাট গুলি রঙ ও সংস্কৃতির যেন মেলবন্ধন। ছবি তোলার জন্য এটি অবশ্যই ভারতের অন্যতম সেরা এবং সুন্দর জায়গা।

বারাণসী: বারাণসীর গঙ্গাঘাট গুলি রঙ ও সংস্কৃতির যেন মেলবন্ধন। ছবি তোলার জন্য এটি অবশ্যই ভারতের অন্যতম সেরা এবং সুন্দর জায়গা।

1 / 6
স্পিতি ভ্যালি: হিমাচল প্রদেশের সুদূর অঞ্চলে স্পিতির চারপাশের মরুভূমির পর্বতমালা তিব্বতী সংস্কৃতির একটি দুর্দান্ত প্রতিচ্ছবি, যা আপনার ইনস্টা প্রোফাইলেও ঝলক ফেলতে পারে। স্পিতি উপত্যকা, বিশেষ করে চন্দ্রতাল হ্রদ ছবি তোলার জন্য আদর্শ একটি জায়গা।

স্পিতি ভ্যালি: হিমাচল প্রদেশের সুদূর অঞ্চলে স্পিতির চারপাশের মরুভূমির পর্বতমালা তিব্বতী সংস্কৃতির একটি দুর্দান্ত প্রতিচ্ছবি, যা আপনার ইনস্টা প্রোফাইলেও ঝলক ফেলতে পারে। স্পিতি উপত্যকা, বিশেষ করে চন্দ্রতাল হ্রদ ছবি তোলার জন্য আদর্শ একটি জায়গা।

2 / 6
থর: আপনার ইনস্টা প্রোফাইলে সংস্কৃতির ছোঁয়া আনতে চান? ঘুরে আসুন থর মরুভূমি থেকে। এখানে আপনি ছবি তোলার দারুণ সুযোগ পেয়ে যাবেন।

থর: আপনার ইনস্টা প্রোফাইলে সংস্কৃতির ছোঁয়া আনতে চান? ঘুরে আসুন থর মরুভূমি থেকে। এখানে আপনি ছবি তোলার দারুণ সুযোগ পেয়ে যাবেন।

3 / 6
দাওকি, মেঘালয়: মেঘালয়ের দাওকি একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে। যেমন নীলচে সবুজ স্বচ্ছ জল, তেমনই সুন্দর পরিবেশ, যা ক্যামেরা বন্দী না করলেই আপনার লস।

দাওকি, মেঘালয়: মেঘালয়ের দাওকি একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে। যেমন নীলচে সবুজ স্বচ্ছ জল, তেমনই সুন্দর পরিবেশ, যা ক্যামেরা বন্দী না করলেই আপনার লস।

4 / 6
মুন্নার: সবুজ ভালবাসেন? তার সঙ্গে আবার পাহাড়! ঘুরে আসতে পারেন কেরালার মুন্নার থেকে। পশ্চিমঘাটের সৌন্দর্য দিয়ে ইনস্টাতে ফলোয়ার  বাড়াতে পারেন কিন্তু।

মুন্নার: সবুজ ভালবাসেন? তার সঙ্গে আবার পাহাড়! ঘুরে আসতে পারেন কেরালার মুন্নার থেকে। পশ্চিমঘাটের সৌন্দর্য দিয়ে ইনস্টাতে ফলোয়ার বাড়াতে পারেন কিন্তু।

5 / 6
কাজিরাঙ্গা: ওয়াল্ডলাইফ ফটোগ্রাফি করতে ভালবাসেন? আসামের কাজিরাঙ্গা থেকে তাহলে অবশ্যই ঘুরে আসুন। এখানে আপনি পাবে বন্য পশু ও প্রকৃতি ছবি তোলার দারুণ সুযোগ।

কাজিরাঙ্গা: ওয়াল্ডলাইফ ফটোগ্রাফি করতে ভালবাসেন? আসামের কাজিরাঙ্গা থেকে তাহলে অবশ্যই ঘুরে আসুন। এখানে আপনি পাবে বন্য পশু ও প্রকৃতি ছবি তোলার দারুণ সুযোগ।

6 / 6
Follow Us: