Virat Kohli: বিরাটের সামনে এখন শুধুই সচিন, কাদের ছাপিয়ে এলেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 11, 2022 | 7:30 AM

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজ হেরেছে ভারত। প্রথম দু-ম্যাচেই হার। সিরিজ হারও নিশ্চিত হয়ে যায়। ব্য়াটিং বিভাগ ব্যর্থ হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে মর্যাদা রক্ষার তৃতীয় একদিনের ম্যাচে ঈশান কিষাণের পাশাপাশি জ্বলে উঠলেন বিরাট কোহলিও। কেরিয়ারের ৭২তম আন্তর্জাতিক শতরান। সংখ্যায় ছাপিয়ে গেলেন কিংবদন্তি অজি ক্রিকেটার রিকি পন্টিংকে। সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। তবে লিটল মাস্টারের সঙ্গে ব্যবধান এখনও অনেক।

1 / 5
আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। সব মিলিয়ে তাঁর শতরানের সেঞ্চুরি রয়েছে। তাঁর ১০০টি শতরানের নজির কেউ ছুঁতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। সব মিলিয়ে তাঁর শতরানের সেঞ্চুরি রয়েছে। তাঁর ১০০টি শতরানের নজির কেউ ছুঁতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। (ছবি : টুইটার)

2 / 5
বিরাট কোহলি- ক্রিকেট কেরিয়ারে একাধিক বিতর্কের মুখে পড়লেও ভক্তমহলে তাঁর জনপ্রিয়তা আজও তুঙ্গে। তা আরও একবার প্রমাণিত হল গুগুলের এই সার্চ তালিকা সামনে উঠে আসায়। তৃতীয় স্থানে জায়গা করে নেন বিরাট।

বিরাট কোহলি- ক্রিকেট কেরিয়ারে একাধিক বিতর্কের মুখে পড়লেও ভক্তমহলে তাঁর জনপ্রিয়তা আজও তুঙ্গে। তা আরও একবার প্রমাণিত হল গুগুলের এই সার্চ তালিকা সামনে উঠে আসায়। তৃতীয় স্থানে জায়গা করে নেন বিরাট।

3 / 5
সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিংয়ের শতরান সংখ্যা ৭১টি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট। টি-২০ ফর্ম্যাটে প্রথম শতরানে সেই ম্যাচেই পন্টিংকে ছুঁয়েছিলেন বিরাট কোহলি। (ছবি : টুইটার)

সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিংয়ের শতরান সংখ্যা ৭১টি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট। টি-২০ ফর্ম্যাটে প্রথম শতরানে সেই ম্যাচেই পন্টিংকে ছুঁয়েছিলেন বিরাট কোহলি। (ছবি : টুইটার)

4 / 5
আন্তর্জাতিক শতরানের সংখ্যায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকরা। সব ফরম্যাট মিলিয়ে তাঁর শতরান সংখ্যা ৬৩টি। (ছবি : টুইটার)

আন্তর্জাতিক শতরানের সংখ্যায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকরা। সব ফরম্যাট মিলিয়ে তাঁর শতরান সংখ্যা ৬৩টি। (ছবি : টুইটার)

5 / 5
শতরানের সংখ্যায় প্রথম পাঁচে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্য়াক কালিস। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি মোট ৬২টি শতরান করেছেন। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এরপরের স্থানে জো রুট ও ডেভিড ওয়ার্নার। দু-জনেরই শতরান সংখ্যা ৪৪টি। (ছবি : টুইটার)

শতরানের সংখ্যায় প্রথম পাঁচে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্য়াক কালিস। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি মোট ৬২টি শতরান করেছেন। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এরপরের স্থানে জো রুট ও ডেভিড ওয়ার্নার। দু-জনেরই শতরান সংখ্যা ৪৪টি। (ছবি : টুইটার)

Next Photo Gallery