মজার মানুষ অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। ধারাবাহিকে প্রায়শই দেখা যায় তাঁকে। ১৪ বছর হয়ে গেল স্বামী উত্তম দত্তের সঙ্গে ঘর করছেন তিনি। তবে স্বামীর আবারও বিয়ে দিতে চান তিনি। কেন?
এক রিয়ালিটি শো'য়ে এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই গোপন কথাই ফাঁস করেছেন তিনি। জানিয়েছেন, আলিপুর আদালতে গিয়ে নাকি তিনি বলতে চান, "ডিভোর্স চাই"।
আসলে দাম্পত্যে ১৪ বছর মুখের কথা নয়। টক ঝাল মিষ্টি নিয়েই চলেছে তাঁদের বৈবাহিক জীবন।
কখনও স্বামীর উপর রাগ আবার কখনও বা গাঢ় হয়ে ওঠে ভালবাসা। আর সে কারণেই মৌমিতা বলছেন, "বরের আরও একটা বিয়ে দিতে চাই, তবে ও আমার মূল্যটা বুঝতে পারবে।"
তিনি যোগ করেন, " মাঝেমাঝেই আমার মনে হয় রাতে আলিপুর কোর্টের বাইরে গিয়ে বসে থাকি। সকালে কোর্ট খুললেই প্রথমে গিয়ে বলব আমি এক নম্বরে আছি, আমার ডিভোর্স চাই।"
এখানেই কিন্তু শেষ নয়। দাম্পত্যে শুধু কলহই রয়েছে এ কথা ভাবার কারণই নেই, মৌমিতা আরও যোগ করেন, "মাঝেমধ্যেই মনে হয় ওকে ছাড়া বাঁচব না।"
এই গোটা মন্তব্যই তাঁর মজার ছলে করা। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভাল। সন্তানও রয়েছে তাঁদের। কেরিয়ার বড় পর্দা দিয়ে শুরু করলেও এখন বেশি ধারাবাহিকেই কাজ করতে দেখা যায় মৌমিতা। হাসিখুশি মানুষ হিসেবে ইণ্ডাস্ট্রিতে বেশ নাম আছে তাঁর।