TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Nov 28, 2021 | 8:26 AM
টেলিভিশনের পর্দা পেরিয়ে এখন বলিপাড়াতেও পরিচিত নাম মৌনি রায়। ব্যক্তিগত জীবন হোক বা মৌনির স্টাইল স্টেটমেন্ট, সবই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। এবার নিজের বিলাসবহুল বেডরুমের ঝলক তুলে ধরলেন মৌনি।
সুবিশাল বিছানায় বাথরোব জড়িয়ে বসে রয়েছেন মৌনি। খোলা চুল, নো-মেক লুকেও উপচে পড়ছে গ্ল্যামার। বাইরের জানালা দিয়ে দৃশ্যমান মরু শহর দুবাই।
এই মুহূর্তে দুবাইতেই রয়েছেন মৌনি। আর এতোদিনে কারুরই অজানা নয়, বেশিরভাগ সময়টা কেন এই শহরে কাটান এই বলি অভিনেত্রী। শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুবাইয়ের ইনভেসটমেন্ট ব্যাঙ্কার সূরজ নামবিয়ারের সঙ্গে সাত পাক ঘুরবেন মৌনি।
মৌনীর শরীরী বিভঙ্গ মন কাড়ছে ভক্তদের। রূপে-লাস্যে এই বঙ্গ তনয়ার জুড়ি মেলা ভার! অভিনেত্রীর এই নতুন অবতার বেশ মনে ধরেছে সকলের। তাই তো পোস্টের কমেন্ট বক্স লাভ সাইনে ভরিয়ে দিয়েছেন মৌনির অনুরাগীরা।
ফটোশ্যুটের ব্যাপারে মৌনি বরাবরই সাহসী। বিকিনি থেকে শাড়ি, সবেতেই তিনি সাবলীল। গত কয়েক বছর ধরে বলিউডে রাজ করছেন এই বাঙালি কন্যে। টিভি দিয়ে হাতেখড়ি হলেও কাজ করেছেন বড় পর্দায়।