Mouni Roy Marriage: সাতপাক, উলুধ্বনি, গোয়ায় যেন এক টুকরো বাঙালিয়ানা, সৌজন্যে কোচবিহারের মৌনী

আরব সাগরের তীরের এই অঞ্চলে তখন নেমে এসেছে এক টুকরো বাঙালিয়ানা, সৌজন্যে কোচবিহারের এই বঙ্গতনয়া।

Jan 28, 2022 | 8:42 AM
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 28, 2022 | 8:42 AM

মালয়ালি রীতি মেনে বিয়ে করায় মৌনী রায়ের উপর মন খারাপ করেছিল তাঁর বাঙালি ভক্তদের একটা বড় অংশ। কিন্তু বৃহস্পতিবার রাত নামতেই সেই মন খারাপ-অভিমান যেন গলে জল। আরব সাগরের তীরের এই অঞ্চলে তখন নেমে এসেছে এক টুকরো বাঙালিয়ানা, সৌজন্যে কোচবিহারের এই বঙ্গতনয়া।

মালয়ালি রীতি মেনে বিয়ে করায় মৌনী রায়ের উপর মন খারাপ করেছিল তাঁর বাঙালি ভক্তদের একটা বড় অংশ। কিন্তু বৃহস্পতিবার রাত নামতেই সেই মন খারাপ-অভিমান যেন গলে জল। আরব সাগরের তীরের এই অঞ্চলে তখন নেমে এসেছে এক টুকরো বাঙালিয়ানা, সৌজন্যে কোচবিহারের এই বঙ্গতনয়া।

1 / 7
বৃহস্পতিবার সকালে মালয়ালি মতে ও রাত্রিবেলা বাঙালি রীতিতে প্রেমিক সূরজ নাম্বিয়ারের গলায় মালা দেন মৌনী।

বৃহস্পতিবার সকালে মালয়ালি মতে ও রাত্রিবেলা বাঙালি রীতিতে প্রেমিক সূরজ নাম্বিয়ারের গলায় মালা দেন মৌনী।

2 / 7
না বেনারসি তিনি পরেননি। পরেছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা, কিন্তু তাতেও ছিল বাঙালি ছোঁয়া।

না বেনারসি তিনি পরেননি। পরেছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা, কিন্তু তাতেও ছিল বাঙালি ছোঁয়া।

3 / 7
হাতে ছিল শাঁখা পলা। উলুধ্বনি থেকে সাতপাক... নিয়মের কিছুই বাদ যায়নি তাঁর বিয়েতে।

হাতে ছিল শাঁখা পলা। উলুধ্বনি থেকে সাতপাক... নিয়মের কিছুই বাদ যায়নি তাঁর বিয়েতে।

4 / 7
মৌনীর প্রেমিক সূরজ আদপে দক্ষিণ ভারতীয়, কেরালার বাসিন্দা। দুবাইয়ের ব্যবসায়ী তিনি।

মৌনীর প্রেমিক সূরজ আদপে দক্ষিণ ভারতীয়, কেরালার বাসিন্দা। দুবাইয়ের ব্যবসায়ী তিনি।

5 / 7
বৃহস্পতিবার সকালে গরদের শাড়ি আর 'মন্দির গয়না' পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মৌনী। বিয়ের পর সেই ছবি শেয়ারও করেছিলেন ইনস্টাগ্রামে।

বৃহস্পতিবার সকালে গরদের শাড়ি আর 'মন্দির গয়না' পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মৌনী। বিয়ের পর সেই ছবি শেয়ারও করেছিলেন ইনস্টাগ্রামে।

6 / 7
কিন্তু রাত বাড়তেই দেখা গেল এক অন্য ছবি। সুপারস্টার নয়, মৌনী যেন তখন পাশের বাড়ি মেয়েটি। শুভদৃষ্টির পিঁড়িতে করে ঘোরার সময় যে পড়ে যাবে বলে ভয় পায়। ভাইয়ের বন্ধুদের চিৎকার করে বলতে থাকে, 'ধর রে পড়ে যাব, সাত বার ঘোরাবি কিন্তু...'।

কিন্তু রাত বাড়তেই দেখা গেল এক অন্য ছবি। সুপারস্টার নয়, মৌনী যেন তখন পাশের বাড়ি মেয়েটি। শুভদৃষ্টির পিঁড়িতে করে ঘোরার সময় যে পড়ে যাবে বলে ভয় পায়। ভাইয়ের বন্ধুদের চিৎকার করে বলতে থাকে, 'ধর রে পড়ে যাব, সাত বার ঘোরাবি কিন্তু...'।

7 / 7

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA