প্রেক্ষাগৃহে ‘নিষিদ্ধ’ তকমা পাওয়া এই ছয় ভারতীয় সিনেমার দেখা মিলবে ওটিটিতে
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 09, 2021 | 7:10 PM
কোনও ছবিতে হিরো নাসিরুদ্দিন, আবার কোনও ছবিতে রয়েছেন শাবানা আজমি। তবে ডিজিটাল মিডিয়ার যুগে ওই ছয় ছবির প্রত্যেকটিই আপনি পেয়ে যাবে হয় নেটফ্লিক্স নয় হটস্টার এমনকি ইউটিউবেও। কোন কোন ছবি রয়েছে তালিকায়? দেখে নিন...
1 / 7
প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিগুলি। যৌন দৃশ্য ছিল এমনটা নয়। সেন্সর বোর্ড আটকে দিয়েছে কখনও সমকামী প্লটের কারণে আবার কখনও বা নিষিদ্ধ তকমা পেয়েছে সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবির। কোনও ছবিতে হিরো নাসিরুদ্দিন, আবার কোনও ছবিতে রয়েছেন শাবানা আজমি। তবে ডিজিটাল মিডিয়ার যুগে ওই ছয় ছবির প্রত্যেকটিই আপনি পেয়ে যাবে হয় নেটফ্লিক্স নয় হটস্টার এমনকি ইউটিউবেও। কোন কোন ছবি রয়েছে তালিকায়? দেখে নিন...
2 / 7
ANGRY INDIAN GODDESSES – পেয়ে যাবেন নেটফ্লিক্সে। সেই অর্থে নিষিদ্ধ তকমা পায়নি এই ছবি। কিন্তু সেন্সর বোর্ডের চক্ষুশূল হয়ে এই ছবি থেকে বাদ পড়েছিল এমন কিছু দৃশ্য যা মোটেও পছন্দ হয়নি নির্মাতাদের। তাই মুক্তিও পায়নি ছবি। তবে আনকাট ছবিটি যদি আপনি দেখতে চান তা পেয়ে যাবেন নেটফ্লিক্সে।
3 / 7
PARZANIA – গুজরাটের দাঙ্গার পরিপ্রেক্ষিতে এই ছবি। মুক্তি পাওয়ার কথা ছিল ২০০৭ সালে। মুখ্য ভূমিকায় নাসিরুদ্দিন শান ও সারিকা। দাঙ্গায় হারিয়ে যাওয়া এক ছেলেকে কেন্দ্র করে ছবি। তবে সেন্সর বোর্ড এই ছবিকে মুক্তি দেয়নি। পরে যদিও ডিজিটাল মুক্তি ঘটে ওই ছবির। হটস্টারে দেখে ফেলতে পারেন পারজানিয়া।
4 / 7
BLACK FRIDAY – অনুরাগ কাশ্যপের ছবি যা বিদেশেও কুড়িয়েছিল প্রশংসা। ২০০৩ সালে ওই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল যা হয়ে ওঠেনি। ১৯৯৫ সালের বিস্ফোরণ নিতে তৈরি ছবি। ওটিটি প্ল্যাটফর্মে বর্তমানে ওই ছবি দেখতে পাওয়া যাবে। হটস্টার খুললেন হাতের কাছে ব্ল্যাক ফ্রাইডে।
5 / 7
LOEV – এক সমকামী কাপলের গল্প নিয়ে ছবি দেশ বিদেশে প্রভূত প্রশংসা কুড়িয়েছে। নির্মাতারা চেয়েছিলেন ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি পাক। কিন্তু তা হয়নি। তা নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে আপনি যদি দেখতে চান পেয়ে যাবেন নেটফ্লিক্সে।
6 / 7
FIRE – যে সময় ছবিটি মুক্তি পেয়েছিল সে সময় এ দেশে সমকামিতা ছিল 'ট্যাবু'। ১৯৯৬ সালে সমকামিতা নিয়ে ছবি বড় পর্দায় মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। শুধু সমাকামিরা নয়, ছিল ধর্মীয় প্রসঙ্গ। ছবি নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সে সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। পরবর্তীকালে ওই ছবি বিদেশে দেখানো হলে তা ভীষণভাবে প্রশংসিত হয়। এই মুহূর্তে পেয়ে যাবেন ইউটিউবে। ছবিটি পরিচালনা করেছিলেন দীপা মেহতা।
7 / 7
WATER – এই ছবির পরিচালকও ছিলেন দীপা মেহতা। সেন্সর বোর্ডের কোপে পড়েছিল এই ছবিও। এক হিন্দু বিধবা মহিলার নতুন ভাবে প্রেমে পড়ার কাহিনীতে প্রতিবাদ জানিয়েছিলেন উগ্রপন্থীরা। মুখ্য ভূমিকায় ছিলেন জন আব্রাহাম ও লিসা রায়, ছিলেন সীমা বিশ্বাসও। ছবিটি পেয়ে যাবেন নেটফ্লিক্সে।