AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal Municipality: রাজ্য সড়ক দখলমুক্ত করতে তৎপর পৌর প্রশাসন, উচ্ছেদ একাধিক দোকান

West Medinipur: এর ফলে প্রতিনিয়ত ঘটেই চলছিল পথ দুর্ঘটনা।

| Updated on: Nov 16, 2021 | 2:05 PM
Share
পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য জায়গার মতো ক্ষীরপাই পৌরসভার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের প্রায়  ৩ কিমি পথ প্রতিনিয়ত দখল করে চলেছিল ইমারতি দ্রব্য।

পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য জায়গার মতো ক্ষীরপাই পৌরসভার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের প্রায় ৩ কিমি পথ প্রতিনিয়ত দখল করে চলেছিল ইমারতি দ্রব্য।

1 / 5
এমনকি রাজ্য সড়ক ধারে দিয়ে যাওয়া যে ফুটব্রিজ তাও দখল করে নিচ্ছিল ছোট খাটো দোকান।

এমনকি রাজ্য সড়ক ধারে দিয়ে যাওয়া যে ফুটব্রিজ তাও দখল করে নিচ্ছিল ছোট খাটো দোকান।

2 / 5
এর ফলে প্রতিনিয়ত ঘটেই চলছিল পথ দুর্ঘটনা। ক্ষোভে ফুঁসছিল পথচলতি মানুষ। এই ইমারতি দ্রব্য রাখার ফলে যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশ হয়। অবশেষে সেই দখলমুক্ত করতে তৎপর পৌর প্রশাসক।

এর ফলে প্রতিনিয়ত ঘটেই চলছিল পথ দুর্ঘটনা। ক্ষোভে ফুঁসছিল পথচলতি মানুষ। এই ইমারতি দ্রব্য রাখার ফলে যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশ হয়। অবশেষে সেই দখলমুক্ত করতে তৎপর পৌর প্রশাসক।

3 / 5
আজ ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও পুলিশ কর্মীরা দিনভর সেই উচ্ছেদে কাজে হাত লাগায় । এমনকি বেশকিছু ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করে নিয়ে য়ায় পৌরসভা।

আজ ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও পুলিশ কর্মীরা দিনভর সেই উচ্ছেদে কাজে হাত লাগায় । এমনকি বেশকিছু ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করে নিয়ে য়ায় পৌরসভা।

4 / 5
পৌরসভার ব্যাবসায়ীদের এক দিনের মধ্যে মালপত্র  সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় । পৌরসভার উদ্যোগে খুশি পৌরবাসী থেকে পথচলতি মানুষজন ও গাড়ির চালকরা।

পৌরসভার ব্যাবসায়ীদের এক দিনের মধ্যে মালপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় । পৌরসভার উদ্যোগে খুশি পৌরবাসী থেকে পথচলতি মানুষজন ও গাড়ির চালকরা।

5 / 5