AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga temples in India: ভারতের এই ৫ দুর্গামন্দিরগুলিতে একবার দর্শন না করলে জীবনটাই বৃথা!

ভারতের অন্যতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উত্‍সব হিসেবে মহাধুমধাম করে পালিত হয়।

| Edited By: | Updated on: Oct 09, 2021 | 12:52 AM
Share
নবরাত্রির নয়দিন ধরে উপবাস পালন, দেবীর নানা রূপের মাহাত্ম্যগুলির মধ্য দিয়ে প্রার্থনা করার জন্য শ্রদ্ধেয় মন্দিরর যান। ভারতের বেশ কয়েকটি বিশিষ্ট দুর্গা মন্দির রয়েছে , জেনে নেওয়া যাক...

নবরাত্রির নয়দিন ধরে উপবাস পালন, দেবীর নানা রূপের মাহাত্ম্যগুলির মধ্য দিয়ে প্রার্থনা করার জন্য শ্রদ্ধেয় মন্দিরর যান। ভারতের বেশ কয়েকটি বিশিষ্ট দুর্গা মন্দির রয়েছে , জেনে নেওয়া যাক...

1 / 6
বৈষ্ণো দেবী মন্দির, জম্মু ও কাশ্মীর-  ভারতের পবিত্র ধর্মীয় স্থানগুলি মধ্যে এটি অন্যতম।সারা বিশ্বের হিন্দুরা এখানে একবার দেবীদর্শন করতে ভিড় করেন। জম্মু ও কাশ্মীরের কাটরা জেলার এই মন্দিরটি আসলে একটি গুহার মধ্যে অবস্থিত।

বৈষ্ণো দেবী মন্দির, জম্মু ও কাশ্মীর- ভারতের পবিত্র ধর্মীয় স্থানগুলি মধ্যে এটি অন্যতম।সারা বিশ্বের হিন্দুরা এখানে একবার দেবীদর্শন করতে ভিড় করেন। জম্মু ও কাশ্মীরের কাটরা জেলার এই মন্দিরটি আসলে একটি গুহার মধ্যে অবস্থিত।

2 / 6
 মহালক্ষ্মী মন্দির, কোলাপুর- হিন্দু মতে, এই স্থানে সতীর বাম হাত পড়েছিল। এই মন্দিরটি একটি শক্তিপীঠ হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরের অধিষ্ঠিত দেবী কালো পাথর দিয়ে গড়া।

মহালক্ষ্মী মন্দির, কোলাপুর- হিন্দু মতে, এই স্থানে সতীর বাম হাত পড়েছিল। এই মন্দিরটি একটি শক্তিপীঠ হিসেবে বিবেচনা করা হয়। মন্দিরের অধিষ্ঠিত দেবী কালো পাথর দিয়ে গড়া।

3 / 6
কামাখ্যা মন্দির, গুয়াহাাটি- শক্তিপীঠের অন্যতম ও পবিত্র স্থান। হিন্দু মতে, এই স্থানে সতীর যোনি পাওয়া যায়। আর সেখানে তৈরি হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দুর্গা মন্দির।

কামাখ্যা মন্দির, গুয়াহাাটি- শক্তিপীঠের অন্যতম ও পবিত্র স্থান। হিন্দু মতে, এই স্থানে সতীর যোনি পাওয়া যায়। আর সেখানে তৈরি হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দুর্গা মন্দির।

4 / 6
কালীঘাট, কলকাতা- নবরাত্রি ও দুর্গা উত্‍সবে কলকাতার প্রসিদ্ধ এই মন্দিরে পুজো ও প্রতিমা দর্শনের জন্য ভিনরাজ্যের ভক্তদের তুলনা টেনে আনা। প্রতিবছর এপ্রিল ও অক্টোবরে দুর্গাপুজো বেশ আড়ম্বরের সঙ্গে পালন করা হয়।

কালীঘাট, কলকাতা- নবরাত্রি ও দুর্গা উত্‍সবে কলকাতার প্রসিদ্ধ এই মন্দিরে পুজো ও প্রতিমা দর্শনের জন্য ভিনরাজ্যের ভক্তদের তুলনা টেনে আনা। প্রতিবছর এপ্রিল ও অক্টোবরে দুর্গাপুজো বেশ আড়ম্বরের সঙ্গে পালন করা হয়।

5 / 6
চামুণ্ডেশ্বরী মন্দির, কর্ণাটক- মাউসরের চামুণ্ডি পাহাড়ের শীর্ষে অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দির। সারা বছর উত্‍সবের মরসুমে ভক্তদের ভিড় লেগেই থাকে। লোকমতে, সতীর চুল পড়েছিল এখানে। সতীপীঠের অন্যতম এই দুর্গা মন্দিরটি সারা বিশ্বের কাছে সুপরিচিত।

চামুণ্ডেশ্বরী মন্দির, কর্ণাটক- মাউসরের চামুণ্ডি পাহাড়ের শীর্ষে অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দির। সারা বছর উত্‍সবের মরসুমে ভক্তদের ভিড় লেগেই থাকে। লোকমতে, সতীর চুল পড়েছিল এখানে। সতীপীঠের অন্যতম এই দুর্গা মন্দিরটি সারা বিশ্বের কাছে সুপরিচিত।

6 / 6