Birth control: গর্ভ নিরোধক পিল মাত্রই বন্ধ্যাতের কারণ নয়! যা কিছু জানা জরুরি

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 25, 2021 | 3:35 AM

এই ভুল ধারণা অনেকের মধ্যেই রয়েছে যে গর্ভ নিরোধক বড়ি মানেই বন্ধ্যাত্যের কারণ। তা কিন্তু কখনই নয়। হরমোনের অসামঞ্জস্যতা জনিত কারণেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধ দিয়ে থাকেন

1 / 5
ভারতের ইতিহাসে এই প্রথম বারের জন্য নিম্নমুখী ফার্টিলিটি রেট (Fertility Rate)। সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তরফে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। আর সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে কমেছে জন্মের হার। ২০১৫-১৬ সালের তুলনায় গর্ভ নিরোধকের ব্যবহার বেড়েছে ৮.৩ শতাংশ। আর যা ইঙ্গিত দেয় ভারতে তুলনায় দেরিতে হলেও কমছে জনসংখ্যা। যদিও বিতর্ক এখন বন্ধ্যাত্য বনাম জন্ম নিয়ন্ত্রণ।

ভারতের ইতিহাসে এই প্রথম বারের জন্য নিম্নমুখী ফার্টিলিটি রেট (Fertility Rate)। সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তরফে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। আর সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে কমেছে জন্মের হার। ২০১৫-১৬ সালের তুলনায় গর্ভ নিরোধকের ব্যবহার বেড়েছে ৮.৩ শতাংশ। আর যা ইঙ্গিত দেয় ভারতে তুলনায় দেরিতে হলেও কমছে জনসংখ্যা। যদিও বিতর্ক এখন বন্ধ্যাত্য বনাম জন্ম নিয়ন্ত্রণ।

2 / 5
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইনফার্টিলিটি যে কোনও কারোর মধ্যে আসতে পারে। তবে আজকাল মেয়েরা নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সেই তালিকায় রয়েছে এন্ডোমেট্রিওসিস, জরায়ুর জন্মগত কোনও ত্রুটি, ফ্যালোপিয়ান টিউবে সমস্যা, হরমোনের অসামঞ্জস্যতা এবং পিসিওএসের মত সমস্যা। আর এই সব সমস্যার কারণে প্রভাবিত হয় মেয়েদের মাসিক চক্র। পিরিয়ডস নিয়মিত করতেই কিন্তু চিকিৎসকেরা জন্ম নিয়ন্ত্রণক পিল ( Birth control pill) খাওয়ার পরামর্শ দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইনফার্টিলিটি যে কোনও কারোর মধ্যে আসতে পারে। তবে আজকাল মেয়েরা নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সেই তালিকায় রয়েছে এন্ডোমেট্রিওসিস, জরায়ুর জন্মগত কোনও ত্রুটি, ফ্যালোপিয়ান টিউবে সমস্যা, হরমোনের অসামঞ্জস্যতা এবং পিসিওএসের মত সমস্যা। আর এই সব সমস্যার কারণে প্রভাবিত হয় মেয়েদের মাসিক চক্র। পিরিয়ডস নিয়মিত করতেই কিন্তু চিকিৎসকেরা জন্ম নিয়ন্ত্রণক পিল ( Birth control pill) খাওয়ার পরামর্শ দেন।

3 / 5
সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে আজকাল জীবনযাত্রায় পরিবর্তনের কারণে মেয়েরা নানা শারীরিক সমস্যার শিকার। তার মধ্যে অতি সাধারণ হল হরমোনের অসামঞ্জস্যতা। এছাড়াও অনেকের শরীর পর্যাপ্ত ভিটামিন, খনিজ পায় না। সেখান থেকে হয় পুষ্টির ঘাটতি। অনেকের শরীরে আবার ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। আর এই সবের মিলিত প্রভাব ফেলে মাসিক চক্রে। মাসিক নিয়মিত করতেই সুষম আহারের পাশাপাশি কিছু প্রয়োজনীয় ওষুধ খাবার পরামর্শ দেন চিকিৎসকরা।

সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে আজকাল জীবনযাত্রায় পরিবর্তনের কারণে মেয়েরা নানা শারীরিক সমস্যার শিকার। তার মধ্যে অতি সাধারণ হল হরমোনের অসামঞ্জস্যতা। এছাড়াও অনেকের শরীর পর্যাপ্ত ভিটামিন, খনিজ পায় না। সেখান থেকে হয় পুষ্টির ঘাটতি। অনেকের শরীরে আবার ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। আর এই সবের মিলিত প্রভাব ফেলে মাসিক চক্রে। মাসিক নিয়মিত করতেই সুষম আহারের পাশাপাশি কিছু প্রয়োজনীয় ওষুধ খাবার পরামর্শ দেন চিকিৎসকরা।

4 / 5
শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই সব বার্থ কন্ট্রোল পিল। তবে সমস্যার সমাধানে ওষুধ খাওয়ার পাশাপাশি প্রোবায়োটিক ও পলিফেনল সমৃদ্ধ খাবার খেতে হবে।

শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই সব বার্থ কন্ট্রোল পিল। তবে সমস্যার সমাধানে ওষুধ খাওয়ার পাশাপাশি প্রোবায়োটিক ও পলিফেনল সমৃদ্ধ খাবার খেতে হবে।

5 / 5
গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত গর্ভ নিরোধক পিল খান তাঁদের মধ্যে ৮৩ শতাংশই সফল ভাবে মা হতে পেরেছেন। এবং ওষুধ বন্ধ করার ১ বছরের মধ্যেই মা হতে পেরেছেন। কাজেই আপনি যদি নিয়মিত এই ওষুধ খেয়ে থাকেন তাহলে অহেতুক চিন্তার কারণ নেই। কিন্তু সব সময় বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে চলার চেষ্টা করুন।

গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত গর্ভ নিরোধক পিল খান তাঁদের মধ্যে ৮৩ শতাংশই সফল ভাবে মা হতে পেরেছেন। এবং ওষুধ বন্ধ করার ১ বছরের মধ্যেই মা হতে পেরেছেন। কাজেই আপনি যদি নিয়মিত এই ওষুধ খেয়ে থাকেন তাহলে অহেতুক চিন্তার কারণ নেই। কিন্তু সব সময় বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে চলার চেষ্টা করুন।

Next Photo Gallery