Diego Maradona Statue: নাপোলিতে উন্মোচিত হল দিয়েগো মারাদোনার মূর্তি
ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) ছাড়া একটা বছর কাটিয়ে ফেলেছে গোটা বিশ্ব। মাত্র তিন দিন আগেই ছিল মারাদোনার মৃত্যুবার্ষিকী। সেই উদ্দেশ্যে মারাদোনার কেরিয়ারের খুব কাছের ক্লাব নাপোলি (Napoli) ইতালির নেপলসে উন্মোচন করেছেন তাঁর এক সুদৃশ্য মূর্তি। সিরি আ-তে (Serie A) লাজিওর (Lazio) বিরুদ্ধে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে ম্যাচের আগে জনসমক্ষে সেই মূর্তি উন্মোচন করা হয়েছে। মারাদোনাস্মরণে বিশেষ জার্সি পরে খেলতে নেমেছিলেন মার্টিন্সরা। লাজিওর বিরুদ্ধে ৪-০ গোলে জিতে সিরি-আ-র শীর্ষে রয়েছে নাপোলি।
Most Read Stories