Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neetu Kapoor: অনিচ্ছা সত্ত্বেও জোর করতেন ঋষি! এতদিনে মুখ খুললেন নিতু কাপুর

Neetu Kapoor: নীরব ছিলেন এতদিন। অবশেষে মুখ খুললেন নিতু কাপুর। জানালেন, তাঁর ইচ্ছে না থাকলেও ঋষি কাপুরের ইচ্ছেকে মান্যতা দিতে হয়েছে তাঁকে। করতে হয়েছে এমন কাজ যা হয়তো নিতুর একেবারেই ইচ্ছে ছিল না।

| Edited By: | Updated on: Jun 23, 2022 | 2:20 PM
নীরব ছিলেন এতদিন। অবশেষে মুখ খুললেন নিতু কাপুর। জানালেন, তাঁর ইচ্ছে না থাকলেও ঋষি কাপুরের ইচ্ছেকে মান্যতা দিতে হয়েছে তাঁকে। করতে হয়েছে এমন কাজ যা হয়তো নিতুর একেবারেই ইচ্ছে ছিল না।

নীরব ছিলেন এতদিন। অবশেষে মুখ খুললেন নিতু কাপুর। জানালেন, তাঁর ইচ্ছে না থাকলেও ঋষি কাপুরের ইচ্ছেকে মান্যতা দিতে হয়েছে তাঁকে। করতে হয়েছে এমন কাজ যা হয়তো নিতুর একেবারেই ইচ্ছে ছিল না।

1 / 7
১৯৬৬ সালে মাত্র ছয় বছর বয়সে কেরিয়ার শুরু করেন নিতু কাপুর। খ্যাতি পান খুব কম বয়সেই। আবার খুব কম বয়সেই ঋষি কাপুরের সঙ্গে বিয়েও হয়ে যায় তাঁর।

১৯৬৬ সালে মাত্র ছয় বছর বয়সে কেরিয়ার শুরু করেন নিতু কাপুর। খ্যাতি পান খুব কম বয়সেই। আবার খুব কম বয়সেই ঋষি কাপুরের সঙ্গে বিয়েও হয়ে যায় তাঁর।

2 / 7
কেরিয়ারকে কার্যত বিসর্জন দিয়েই ২১ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়েন। কাপুর পরিবারে নিয়ম ছিল বাড়ির বউয়েরা যুক্ত হতে পারবেন না গ্ল্যামার জগতের সঙ্গে। সেই মতোই বিয়ের পরে ছবি করা প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি।

কেরিয়ারকে কার্যত বিসর্জন দিয়েই ২১ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়েন। কাপুর পরিবারে নিয়ম ছিল বাড়ির বউয়েরা যুক্ত হতে পারবেন না গ্ল্যামার জগতের সঙ্গে। সেই মতোই বিয়ের পরে ছবি করা প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি।

3 / 7
তাঁর কথায়, "শিশুশিল্পী হিসেবে ছোট থেকেই কাজ করেছি আমি। পরিবারের পাশে দাঁড়াতে হয়েছিল। যখন টিনএজে পড়লাম তখন ক্যামেরার সামনে আমি ছিলাম বেজায় সাবলীল। অভিনয় ছিল আমার রোজের জীবনের অংশ। এর পর যে মানুষটাকে ভালবাসি তাঁর সঙ্গে আমার বিয়ে হয়।"

তাঁর কথায়, "শিশুশিল্পী হিসেবে ছোট থেকেই কাজ করেছি আমি। পরিবারের পাশে দাঁড়াতে হয়েছিল। যখন টিনএজে পড়লাম তখন ক্যামেরার সামনে আমি ছিলাম বেজায় সাবলীল। অভিনয় ছিল আমার রোজের জীবনের অংশ। এর পর যে মানুষটাকে ভালবাসি তাঁর সঙ্গে আমার বিয়ে হয়।"

4 / 7
কিন্তু বিয়ের পরেও অফার আসতে থাকে তাঁর কাছে। বেশির ভাগ সময়েই বারণ করে দিতেন নিতু। স্বামী-সংসার নিয়েই তিনি ছিলেন সুখী। নিতু যোগ করেন, "এর পর বেশ কিছু ছবিতে বিশেষ চরিত্রে আমাকে কাজ করতে হয়েছে শুধুমাত্র আমার স্বামীর জন্য। আমার বলতো, চল না, এটা করি, মজা হবে। ও আমার প্রিয় বন্ধুও ছিল।"

কিন্তু বিয়ের পরেও অফার আসতে থাকে তাঁর কাছে। বেশির ভাগ সময়েই বারণ করে দিতেন নিতু। স্বামী-সংসার নিয়েই তিনি ছিলেন সুখী। নিতু যোগ করেন, "এর পর বেশ কিছু ছবিতে বিশেষ চরিত্রে আমাকে কাজ করতে হয়েছে শুধুমাত্র আমার স্বামীর জন্য। আমার বলতো, চল না, এটা করি, মজা হবে। ও আমার প্রিয় বন্ধুও ছিল।"

5 / 7
ঠিক যেমন 'যব তাক হ্যায় জান' ছবিতে ক্যাটরিনা কাইফের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ২০১০ থেকে শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস। অন্যদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর আবারও কামব্যাক করেছেন তিনি। বেছে নিয়েছেন অভিনয়।

ঠিক যেমন 'যব তাক হ্যায় জান' ছবিতে ক্যাটরিনা কাইফের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ২০১০ থেকে শুরু হয় তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস। অন্যদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর আবারও কামব্যাক করেছেন তিনি। বেছে নিয়েছেন অভিনয়।

6 / 7
সম্প্রতি অভিনয় করেছেন 'যুগ যুগ জিও' ছবিতেও। ছবিটি র পরিচালক রাজ মেহতা। প্রযোজক করণ জোহর। ছবিতে দেখা যাবে বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী, অনিল কাপুরসহ অনেককেই। আগামী ২৪ তারিখ এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

সম্প্রতি অভিনয় করেছেন 'যুগ যুগ জিও' ছবিতেও। ছবিটি র পরিচালক রাজ মেহতা। প্রযোজক করণ জোহর। ছবিতে দেখা যাবে বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী, অনিল কাপুরসহ অনেককেই। আগামী ২৪ তারিখ এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

7 / 7
Follow Us: