UEFA Nations League: নেদারল্যান্ডসের কাছে ৪-১ গোলে হার বেলজিয়ামের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2022 | 1:17 PM

নেশন্স লিগের (UEFA Nations League) ম্যাচে ঘরের মাঠে নেদারল্যান্ডসের (Netherlands) কাছে ৪-১ গোলে হারল বেলজিয়াম (Belgium)। ম্যাচের শুরু থেকে শেষ অবধি নেদারল্যান্ডসের সামনে দাঁড়াতেই পারেননি বেলজিয়ামের ফুটবলাররা। নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল মেম্ফিস ডিপের। অপর দুটি গোল স্টিভেন বার্গউইন ও ডেনজেল ডামফ্রিসের। ম্যাচের সংযুক্ত সময়ে বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি বাতসুয়াই।

1 / 4
নেশন্স লিগে গ্রুপ-ডি-র ম্যাচে বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ডাচরা।

নেশন্স লিগে গ্রুপ-ডি-র ম্যাচে বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ডাচরা।

2 / 4
নেদারল্যান্ডসের হয়ে ৫১ মিনিটে ও ৬৫ মিনিটে জোড়া গোল ডাচ তারকা ফুটবলার মেম্ফিস ডিপের (Memphis Depay)।

নেদারল্যান্ডসের হয়ে ৫১ মিনিটে ও ৬৫ মিনিটে জোড়া গোল ডাচ তারকা ফুটবলার মেম্ফিস ডিপের (Memphis Depay)।

3 / 4
ডাচদের হয়ে অপর দুটি গোল স্টিভেন বার্গউইন ও ডেনজেল ডামফ্রিসের।

ডাচদের হয়ে অপর দুটি গোল স্টিভেন বার্গউইন ও ডেনজেল ডামফ্রিসের।

4 / 4
ম্যাচের সংযুক্ত সময়ে বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি বাতসুয়াই (Michy Batshuayi)।

ম্যাচের সংযুক্ত সময়ে বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি বাতসুয়াই (Michy Batshuayi)।

Next Photo Gallery