রণবীর আলিয়ার বিয়ে নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। একের পর এক নতুন খবর প্রতিটা দিন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। এতে এবার যে খবর সামনে এলো তা আবারও নতুন চাঞ্চল্যের সৃষ্টি করে। বিয়ের দিনই নাকি গেল পাল্টে!
অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। কোনো খবরই যেহেতু দুই পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে না, তাই ঘনিষ্ট সূত্রে পাওয়া খবরের আস্থার রেখে এবার নতুন জল্পনা টিনসেল টাউনে।
গত দুদিন আগেই খবর সামনে এসেছিল, পারিবারিক জ্যোতিষবিদের দিনক্ষণ দেখার খবর। সামনে উঠে এসেছিল, তিনি শুভ সময় খুঁজছেন, তবে কি সেই কারণেই পাল্টে গেল এবার বিয়ের দিন!
খবর সামনে আসতেই তা ভাইরাল। এক সূত্রের খবর অনুযায়ী, বিয়ের কোন অনুষ্ঠানই নেই ১৩ থেকে ১৪ এপ্রিল, এমন কি বিয়ের সম্ভাব্য দিন হতে পারে ২০ এপ্রিলও। এমনটাই খবর এবার সামনে আলন বলিউড লাইফ।
এখানেই শেষ নয়, বিয়ে হবে একটি ঘরোয়া অনুষ্ঠানের মতই। কোনও বিশাল আয়োজন থাকছে না, মাত্র ২৮ জন নিমন্ত্রিত। তবে বিয়ের আগেই মিলবে খবর। এমনটা সাফ জানিয়ে দিয়েছেন এই পারিবারিক বন্ধু।
ফলে ১৯ এপ্রিল নিয়ে তৈরি হল নতুন ধোঁয়াশা, তবে কি সত্যিই এই দিনে বিয়ে হচ্ছে না, কেন নতুন তারিখ এলো সামনে, কোনটা সত্যি, তা সবটাই জানা যাবে পরিবার যখন খবর সামনে আনবে।