New Parliament Building: আধুনিকতা আর সংস্কৃতির মেলবন্ধন! কেমন হবে নয়া সংসদ ভবনের অন্দরমহল? দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 21, 2023 | 7:38 AM

New Parliament Building: ৮৬২ কোটি টাকা খরচে এই ভবন নির্মাণ করা হচ্ছে।

1 / 6
নতুন ভবনে প্রবেশ করার পর থাকবে এন্ট্রান্স লবি। সেই লবি পার করে এগোলেই পড়বে এন্ট্রান্স গ্যালারি। এরকমই দেখতে হবে সেই গ্যালারি। ঐতিহ্যের ছোঁয়া থাকবে পুরো ভবনে। প্রবেশ করলেই চোখে পড়বে সেটা।

নতুন ভবনে প্রবেশ করার পর থাকবে এন্ট্রান্স লবি। সেই লবি পার করে এগোলেই পড়বে এন্ট্রান্স গ্যালারি। এরকমই দেখতে হবে সেই গ্যালারি। ঐতিহ্যের ছোঁয়া থাকবে পুরো ভবনে। প্রবেশ করলেই চোখে পড়বে সেটা।

2 / 6
লোকসভায় কীভাবে কাজ হয়, তা জানার আগ্রহ থাকে সাধারণ মানুষের। তাই এই গ্যালারির ব্যবস্থা করা হয়েছে। যাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল গ্যালারি। সেখানে গিয়ে সাধারণ মানুষ সংবিধান সম্পর্কে জানতে পারবেন ও লোকসভার কার্যক্রম সম্পর্কেও অবগত হবেন।

লোকসভায় কীভাবে কাজ হয়, তা জানার আগ্রহ থাকে সাধারণ মানুষের। তাই এই গ্যালারির ব্যবস্থা করা হয়েছে। যাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল গ্যালারি। সেখানে গিয়ে সাধারণ মানুষ সংবিধান সম্পর্কে জানতে পারবেন ও লোকসভার কার্যক্রম সম্পর্কেও অবগত হবেন।

3 / 6
এটা হল কন্সটিটিউশনাল হল। গণতান্ত্রিক পদ্ধতির কথা মাথায় রেখেই সাজানো হবে সেই হল। নতুন ভবনে আগের থেকে আকারে বড় হল, কমিটি রুম, পার্কিং সহ একাধিক আধুনিক ব্যবস্থা থাকবে।

এটা হল কন্সটিটিউশনাল হল। গণতান্ত্রিক পদ্ধতির কথা মাথায় রেখেই সাজানো হবে সেই হল। নতুন ভবনে আগের থেকে আকারে বড় হল, কমিটি রুম, পার্কিং সহ একাধিক আধুনিক ব্যবস্থা থাকবে।

4 / 6
২০২০ সালে এই ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের মার্চ মাসে সেই ভবন খোলার সম্ভাবনা রয়েছে। ৮৬২ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে বিল্ডিং।

২০২০ সালে এই ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের মার্চ মাসে সেই ভবন খোলার সম্ভাবনা রয়েছে। ৮৬২ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে বিল্ডিং।

5 / 6
আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন চোখে পড়বে গোটা ভবনে। আধুনিক সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই ভবন তৈরি করতে।

আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন চোখে পড়বে গোটা ভবনে। আধুনিক সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই ভবন তৈরি করতে।

6 / 6
এটাই হবে সেন্ট্রাল ভিস্তা অর্থাৎ নতুন সংসদ ভবনের প্রবেশদ্বার। নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর দেওয়া হয়েছে। ভবনের কেন্দ্রস্থলে থাকবে জাতীয় গাছ বট।

এটাই হবে সেন্ট্রাল ভিস্তা অর্থাৎ নতুন সংসদ ভবনের প্রবেশদ্বার। নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, সেদিকে নজর দেওয়া হয়েছে। ভবনের কেন্দ্রস্থলে থাকবে জাতীয় গাছ বট।

Next Photo Gallery
Cristiano Ronaldo: ১৫০ কোটি টাকা খরচ করে নতুন বাড়ি বানাচ্ছেন রোনাল্ডো
দেখলে চোখ সরানোই দায়! Auto Expo 2023-এ সবচেয়ে বেশি বুকিং হল এই 4 গাড়ি