Indonesia: এই একটা শর্ত মানলেই ১০ বছর থাকতে পারবেন ইন্দোনেশিয়ায়…
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 30, 2022 | 2:21 PM
International Destination: পর্যটকদের জন্য একটু অন্যরকম সুখবর আনল ইন্দোনেশিয়া। 'দ্বিতীয় বাসস্থান' তৈরির সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়া। কিন্তু রয়েছে একটা শর্ত।
1 / 6
কোভিডকালে ভাটা পড়েছিল আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভিসা পেতেও খুব একটা ঝক্কি পোহাতে হচ্ছে না। এর মাঝেই পর্যটকদের জন্য একটু অন্যরকম সুখবর আনল ইন্দোনেশিয়া। ভিসা নয়, বরং বাসস্থান তৈরির সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়া। কিন্তু রয়েছে একটা শর্ত।
2 / 6
ইন্দোনেশিয়ার বালি এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে ৫ এবং ১০ বছরের জন্য থাকার সুযোগ ইন্দোনেশিয়ার সরকার। কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা থাকতে হবে। এটাই শর্ত।
3 / 6
ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অবস্থা সামাল দেওয়ার জন্য বিদেশি পর্যটকদের এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন দফতরের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল। সুতরাং, শুধু আর মধুচন্দ্রিমাতে নয়, রীতিমতো ১০ বছর কাটিয়ে আসতে পারেন ইন্দোনেশিয়ায়।
4 / 6
ইন্দোনেশিয়ার কথায় এই সুযোগকে 'দ্বিতীয় বাসস্থান' বলা হচ্ছে। ডিসেম্বরের শেষ থেকেই এই নিয়ম চালু হবে সে দেশে। ক্রিসমাস পর থেকেই বিশ্বের যে কোনও দেশের মানুষ ব্যাঙ্কে এক কোটি নিয়ে থাকতে পারবেন ইন্দোনেশিয়ায়।
5 / 6
কোন কোন দেশের মানুষ এই সুবিধা পাবেন তার তালিকাও প্রস্তুত। কোস্টারিকা থেকে মেক্সিকো প্রায় সব দেশেরই নাম রয়েছে। মূলত বিত্তশালী, অবসরপ্রাপ্ত এবং কমবয়সি পেশাদারদের প্রলোভিত করতেই এই 'দ্বিতীয় বাসস্থান'-এর সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়ার সরকার।
6 / 6
অতিমারির কারণে এখন বেশিরভাগ মানুষ বাড়ি থেকে কাজ করেন। এর ফলে ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশনের চাহিদাও বেড়েছে। এই বিষয়টাকেই কাজে লাগিয়ে সে দেশের পর্যটন বিভাগ। ডিজিটাল যাযাবরদের দৃষ্টি আকর্ষণ করতে ৫ এবং ১০ বছরের ভিসা দেবে ইন্দোনেশিয়ার সরকার। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ১ কোটি টাকা থাকলেই হল।