Neymar’s Father’s Romance: প্রেমে পড়েছেন নেইমারের ষাট ছুঁইছুঁই বাবা! প্রেমিকা ছেলেরই বন্ধুর মা

নেইমার সিলভা স্যান্টোস জুনিয়র নন, তাঁর বাবা নেইমার সিনিয়র এখন ব্রাজিলের আলোচ্য বিষয়। প্রেমে পড়েছেন ৫৮ বছরের নেইমার সিনিয়র। প্রেমের মাসে এক মহিলার সঙ্গে অহরহ দেখা যাচ্ছে তাঁকে।

| Edited By: | Updated on: Feb 25, 2023 | 4:09 PM
নেইমারের মা ও বাবার সাতবছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর দু'জন নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। (ছবি: টুইটার)

নেইমারের মা ও বাবার সাতবছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর দু'জন নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। (ছবি: টুইটার)

1 / 8
কয়েকবছর আগে নেইমার মা নাদিন গঞ্জালভেসের প্রেমের খবর প্রকাশ্যে আসে। (ছবি: টুইটার)

কয়েকবছর আগে নেইমার মা নাদিন গঞ্জালভেসের প্রেমের খবর প্রকাশ্যে আসে। (ছবি: টুইটার)

2 / 8
৫২ বছরের নাদিন প্রেমে পড়েছিলেন এক ২২ বছরের তরুণের সঙ্গে। (ছবি: টুইটার)

৫২ বছরের নাদিন প্রেমে পড়েছিলেন এক ২২ বছরের তরুণের সঙ্গে। (ছবি: টুইটার)

3 / 8
বিতর্ক তৈরি হলেও মায়ের প্রেমিককে মেনে নিয়েছিলেন নেইমার। ছেলেটি নেইমারের চেয়েও ছোট। (ছবি: টুইটার)

বিতর্ক তৈরি হলেও মায়ের প্রেমিককে মেনে নিয়েছিলেন নেইমার। ছেলেটি নেইমারের চেয়েও ছোট। (ছবি: টুইটার)

4 / 8
মায়ের পর এ বার নেইমারের বাবার কীর্তিতে হতবাক ব্রাজিল।  (ছবি: টুইটার)

মায়ের পর এ বার নেইমারের বাবার কীর্তিতে হতবাক ব্রাজিল। (ছবি: টুইটার)

5 / 8
৫৮ বছরের নেইমার ডি সিলভা প্রেমে পড়েছেন মারিয়ানো বার্নার্ডি স্যান্টোসের। (ছবি: টুইটার)

৫৮ বছরের নেইমার ডি সিলভা প্রেমে পড়েছেন মারিয়ানো বার্নার্ডি স্যান্টোসের। (ছবি: টুইটার)

6 / 8
৪৫ বছরের মারিয়ানো বার্নার্ডি স্যান্টোস নেইমারের এক বন্ধুর মা! ওই বন্ধুই নেইমার সিনিয়রের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন। (ছবি: টুইটার)

৪৫ বছরের মারিয়ানো বার্নার্ডি স্যান্টোস নেইমারের এক বন্ধুর মা! ওই বন্ধুই নেইমার সিনিয়রের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন। (ছবি: টুইটার)

7 / 8
জামা বদলানোর মতো বান্ধবী পাল্টান নেইমার। এ বার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সরগরম তাঁর বাবার প্রেমে। (ছবি: টুইটার)

জামা বদলানোর মতো বান্ধবী পাল্টান নেইমার। এ বার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সরগরম তাঁর বাবার প্রেমে। (ছবি: টুইটার)

8 / 8
Follow Us: