No Bra Day 2022: কেন এই দিনটি মহিলাদের জন্য এত গুরুত্বপূর্ণ? এ দেশ এর মাহাত্ম্য জানে কি?

Breast Cancer Awerness : কিস ডে, ভ্যালেন্টাইনস ডে, রোজ ডে, চকোলেট ডে নিয়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে দারুণ আন্ডারস্টান্ডিং। কে কোন বছরে কী গিফট দিয়েছেন, আসছে বছর কী কী উপহার দেওয়া হবে তা ঠিক করাই থাকে।

| Edited By: | Updated on: Oct 13, 2022 | 7:24 PM
কে কোন বছরে কী গিফট দিয়েছেন, আসছে বছর কী কী উপহার দেওয়া হবে তা ঠিক করাই থাকে। অনলাইনে কেনাকাটা করার সুবিধা বেড়ে যাওয়ায় গিফটের সংখ্য়া কখনও কমে না। এই দিনগুলি কবে, কখন পালিত হয়, তা জানা আছে অধিকাংশের।

কে কোন বছরে কী গিফট দিয়েছেন, আসছে বছর কী কী উপহার দেওয়া হবে তা ঠিক করাই থাকে। অনলাইনে কেনাকাটা করার সুবিধা বেড়ে যাওয়ায় গিফটের সংখ্য়া কখনও কমে না। এই দিনগুলি কবে, কখন পালিত হয়, তা জানা আছে অধিকাংশের।

1 / 9
নো ব্রা ডে, এই কথাটি কতজন আগে শুনেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হবে। ভারতে ধর্ম, রাজনীতি, মহিলাদের পোশাক নির্ণয়ের বাইরে আর ভাববার সময়নেই, সেখানে আবার নো ব্রা ডে- নিয়ে চর্চা করার সাহস কে দেখাবেন? জাতীয় নো ব্রা ডে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয়ে গোটা বিশ্বে।

নো ব্রা ডে, এই কথাটি কতজন আগে শুনেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হবে। ভারতে ধর্ম, রাজনীতি, মহিলাদের পোশাক নির্ণয়ের বাইরে আর ভাববার সময়নেই, সেখানে আবার নো ব্রা ডে- নিয়ে চর্চা করার সাহস কে দেখাবেন? জাতীয় নো ব্রা ডে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয়ে গোটা বিশ্বে।

2 / 9
এই বিশেষ দিনের মূল লক্ষ্য কী? সাধারণত স্তন ক্যানসারের মত সর্বাধিক এই অসুখ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও মহিলাদের নিয়মিত সেলফ-টেস্ট করার উত্‍সাহ প্রদানের জন্য এই দিনটি পালিত হয়। আধুনিককালে শিক্ষিত হয়ে মহিলারা নিজেদের শরীর সম্পর্কে ওয়াকিবহাল নয়। আর সেই কারণেই ক্যানসারের মত মারণরোগের মধ্যে মহিলাদের ব্রেস্ট ক্যানসারের প্রসার বাড়ছে ধীর ধীরে।

এই বিশেষ দিনের মূল লক্ষ্য কী? সাধারণত স্তন ক্যানসারের মত সর্বাধিক এই অসুখ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও মহিলাদের নিয়মিত সেলফ-টেস্ট করার উত্‍সাহ প্রদানের জন্য এই দিনটি পালিত হয়। আধুনিককালে শিক্ষিত হয়ে মহিলারা নিজেদের শরীর সম্পর্কে ওয়াকিবহাল নয়। আর সেই কারণেই ক্যানসারের মত মারণরোগের মধ্যে মহিলাদের ব্রেস্ট ক্যানসারের প্রসার বাড়ছে ধীর ধীরে।

3 / 9
ইতিহাস: নো ব্রা দিবসের ইতিহাস নিয়ে ক্যালেন্ডারের রয়েছে ২টি দিন। ২০১১ সালের ৯ জুলাই ও ২০১১ সালের ১৯ অক্টোবর। পরবর্তীকালে কানাডার টরেন্টোতে ঠিক হয় ১৩ অক্টোবর পালিত হবে এই বিশেষ দিন। ড. মিচেল ব্রাউন প্রথম BRA দিবসের কথা সকলের নজরে এনেছিলেন।

ইতিহাস: নো ব্রা দিবসের ইতিহাস নিয়ে ক্যালেন্ডারের রয়েছে ২টি দিন। ২০১১ সালের ৯ জুলাই ও ২০১১ সালের ১৯ অক্টোবর। পরবর্তীকালে কানাডার টরেন্টোতে ঠিক হয় ১৩ অক্টোবর পালিত হবে এই বিশেষ দিন। ড. মিচেল ব্রাউন প্রথম BRA দিবসের কথা সকলের নজরে এনেছিলেন।

4 / 9
এই দিনটিতে সারা বিশ্ব জুড়ে মহিলাদের জন্য উত্‍সর্গ করে গড়ে তোলা হয়েছে। সারা বছরের মধ্য়ে একটি দিন, যেখানে খুল্লামখুল্লা ব্রা না পড়ে স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারবেন মহিলারা। স্বাস্থ্যের কথা ভেবে একটি দিন যাতে ব্রা না পড়েন মহিলারা, তার সচেতনতা বৃদ্ধিই মূল লক্ষ্য়। মেরিসোল সান্তিয়াগো ও নাদিয়া নুন নামে দুই মহিলা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা ও সেলফ-টেস্টের গুরুত্ব বৃদ্ধিতে সচেতনতা ও প্রসার ঘটাতে চেয়েছিলেন।

এই দিনটিতে সারা বিশ্ব জুড়ে মহিলাদের জন্য উত্‍সর্গ করে গড়ে তোলা হয়েছে। সারা বছরের মধ্য়ে একটি দিন, যেখানে খুল্লামখুল্লা ব্রা না পড়ে স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারবেন মহিলারা। স্বাস্থ্যের কথা ভেবে একটি দিন যাতে ব্রা না পড়েন মহিলারা, তার সচেতনতা বৃদ্ধিই মূল লক্ষ্য়। মেরিসোল সান্তিয়াগো ও নাদিয়া নুন নামে দুই মহিলা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা ও সেলফ-টেস্টের গুরুত্ব বৃদ্ধিতে সচেতনতা ও প্রসার ঘটাতে চেয়েছিলেন।

5 / 9
২০১৩ সালে এর সূচনা হওয়ার পর থেকে বিদেশে এই দিনটির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। সমস্ত  বয়সের ও নানা স্তরের মহিলারা এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। এ বছরও পালিত হচ্ছে নো ব্রা দিবস। ২০১৩ সালে মেরিসোল সান্তিয়াগো ও নাদিয়া নুর প্রথম জাতীয় নো ব্রা ডে শুরু করেছিলেন। নিজের প্রিয় বোনকে ব্রেস্ট ক্যানসারে হারানোর পর থেকেই এই দিনটির জন্য বিশেষ করে জোর দিয়েছিলেন সান্তিয়াগো।

২০১৩ সালে এর সূচনা হওয়ার পর থেকে বিদেশে এই দিনটির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। সমস্ত বয়সের ও নানা স্তরের মহিলারা এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। এ বছরও পালিত হচ্ছে নো ব্রা দিবস। ২০১৩ সালে মেরিসোল সান্তিয়াগো ও নাদিয়া নুর প্রথম জাতীয় নো ব্রা ডে শুরু করেছিলেন। নিজের প্রিয় বোনকে ব্রেস্ট ক্যানসারে হারানোর পর থেকেই এই দিনটির জন্য বিশেষ করে জোর দিয়েছিলেন সান্তিয়াগো।

6 / 9
তাঁর বোনের মৃত্যুর পর সান্তিয়াগো বুঝতে পারেন, স্তন ক্যানসার ও সেলফ টেস্ট নিয়ে মহিলারা সচেতন নন। এ নিয়ে শিক্ষাটাও বিশেষ গুরুত্বের। সেই শিক্ষাও নেই। তিনি এই রোগ সম্পর্কে  সচেতনতা বৃদ্ধির উপায় হিসেবে একটি বিশেষ দিন হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন। তাই স্তন ক্যানসার শরীরে বাসা  বাধলেও এই মারণ কর্কটরোগকে জয় করেছিলেন নাদিয়া। তাঁর সঙ্গে একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৪ সালে বিশ্বজুড়ে প্রায় এইদিনটি স্মরণীয় করে তুলতে প্রায় ২,৫০,০০০এরও বেশি মহিলাতাদের ব্রা গা থেকে খুলে ফেলেছিলেন। তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। প্রতিবছর ধুমধাম করে পালিত হয়ে আসছে।

তাঁর বোনের মৃত্যুর পর সান্তিয়াগো বুঝতে পারেন, স্তন ক্যানসার ও সেলফ টেস্ট নিয়ে মহিলারা সচেতন নন। এ নিয়ে শিক্ষাটাও বিশেষ গুরুত্বের। সেই শিক্ষাও নেই। তিনি এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপায় হিসেবে একটি বিশেষ দিন হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন। তাই স্তন ক্যানসার শরীরে বাসা বাধলেও এই মারণ কর্কটরোগকে জয় করেছিলেন নাদিয়া। তাঁর সঙ্গে একজোট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৪ সালে বিশ্বজুড়ে প্রায় এইদিনটি স্মরণীয় করে তুলতে প্রায় ২,৫০,০০০এরও বেশি মহিলাতাদের ব্রা গা থেকে খুলে ফেলেছিলেন। তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। প্রতিবছর ধুমধাম করে পালিত হয়ে আসছে।

7 / 9
প্রসঙ্গত, স্তন ক্য়ানসার হল মহিলাদের মধ্যে সর্বাধিক ও মৃত্যর জন্য় দ্বিতীয় প্রধান কারণ। সমীক্ষা বলছে বিশ্বে ৪ জন মহিলার মধ্যে একজন ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। স্তন ক্যানসারের প্রাথমিক সনাক্তকরণের জন্য় নিয়মিত সেলফ-ব্রেস্ট টেস্ট হল অত্ন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আমেরিকার ক্যান্সার সোসাইটি অনুসারে. প্রাথমিক স্তরে ধরা পড়লে স্তন ক্যানসারের জন্য় ৫ বছরের বেঁচে থাকার হার প্রায় ৯৯ শতাংশ।

প্রসঙ্গত, স্তন ক্য়ানসার হল মহিলাদের মধ্যে সর্বাধিক ও মৃত্যর জন্য় দ্বিতীয় প্রধান কারণ। সমীক্ষা বলছে বিশ্বে ৪ জন মহিলার মধ্যে একজন ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। স্তন ক্যানসারের প্রাথমিক সনাক্তকরণের জন্য় নিয়মিত সেলফ-ব্রেস্ট টেস্ট হল অত্ন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আমেরিকার ক্যান্সার সোসাইটি অনুসারে. প্রাথমিক স্তরে ধরা পড়লে স্তন ক্যানসারের জন্য় ৫ বছরের বেঁচে থাকার হার প্রায় ৯৯ শতাংশ।

8 / 9
প্রতিদিনের থেকে এই দিনটি একটু আলাদা তো বটেই। আজকে ব্রা খুলে ফেললে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। নিজের ভাল চাইতে, সুস্থ থাকতে আজ থেকে সেলফ-ব্রেস্ট পরীক্ষা করতে ভুলবেন না যেন...হলিউডের মত হওয়ার চেষ্টা হলেও মানসিকভাবে এখনও সেই প্রাচীন মনস্তাত্ত্বিককেই আঁকড়ে রেখেছে এই সমাজ। সোশ্যাল মিডিয়ায় নো ব্রা নিয়ে রয়েছে দারুণ ট্রেন্ড। সেই ট্রেন্ড গা ভাসিয়ে বিতর্কের মুখোমুখি পড়তে হয়েছিল অর্জুন কাপরের বোন অনসুলা কাপুরকে। একটি ভিডিয়োয় নো ব্রা নিয়ে ট্রেন্ড ফলো করতে গিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। পাশে দাঁড়িয়েছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রতিদিনের থেকে এই দিনটি একটু আলাদা তো বটেই। আজকে ব্রা খুলে ফেললে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। নিজের ভাল চাইতে, সুস্থ থাকতে আজ থেকে সেলফ-ব্রেস্ট পরীক্ষা করতে ভুলবেন না যেন...হলিউডের মত হওয়ার চেষ্টা হলেও মানসিকভাবে এখনও সেই প্রাচীন মনস্তাত্ত্বিককেই আঁকড়ে রেখেছে এই সমাজ। সোশ্যাল মিডিয়ায় নো ব্রা নিয়ে রয়েছে দারুণ ট্রেন্ড। সেই ট্রেন্ড গা ভাসিয়ে বিতর্কের মুখোমুখি পড়তে হয়েছিল অর্জুন কাপরের বোন অনসুলা কাপুরকে। একটি ভিডিয়োয় নো ব্রা নিয়ে ট্রেন্ড ফলো করতে গিয়ে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। পাশে দাঁড়িয়েছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া।

9 / 9
Follow Us: